For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলীদের প্রার্থী করে কি আদতে লাভ হল বিজেপির? কী বলছে সিএনএক্সের সমীক্ষা

একুশের নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ভাঙতে কোমর বেঁধে নেমেছিল বিজেপি। ডিসেম্বর থেকে মার্চ চার মাসের অভিযানে তৃণমূলের কোমর ভেঙে বিজেপি একুশের আগে শক্তি বাড়াতে বদ্ধপরিকর হয়ে ওঠে।

Google Oneindia Bengali News

একুশের নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ভাঙতে কোমর বেঁধে নেমেছিল বিজেপি। ডিসেম্বর থেকে মার্চ চার মাসের অভিযানে তৃণমূলের কোমর ভেঙে বিজেপি একুশের আগে শক্তি বাড়াতে বদ্ধপরিকর হয়ে ওঠে। প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত দলবদলের সেই হিড়িক দেখা গিয়েছে। বিজেপি প্রার্থী করেছে দলছুট সেই নেতাদের। এবার সমীক্ষায় উঠে এল সেই প্রশ্ন- দলছুট তৃণমূলীদের প্রার্থী করে কি আদতে লাভ হল বিজেপির?

দলত্যাগী তৃণমূলীরা বিজেপির প্রার্থী

দলত্যাগী তৃণমূলীরা বিজেপির প্রার্থী

সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে সেই ছবি। দলত্যাগী তৃণমূলীদের প্রার্থী করার পর এখনও বিজেপিতে বিক্ষোভের আগুন জ্বলছে। সমীক্ষক সংস্থার পক্ষ থেকে তাই বিজেপির কর্মীসমর্থকদের কাছে রাখা হয়েছিল প্রশ্নটা। দলছুট তৃণমূলীদের প্রার্থী করে কি আদতে লাভ হল বিজেপির? তার যে জবাব কর্মী-সমর্থকরা দিয়েছেন, তাতে অশনি সংকেত লুকিয়ে রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলীদের প্রার্থী, বিজেপির গ্রহণযোগ্যতা কমবে

তৃণমূলীদের প্রার্থী, বিজেপির গ্রহণযোগ্যতা কমবে

প্রাথমিকভাবে একটি পরিসংখ্যান সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল বা অন্যান্য দল থেকে আসা প্রায় ৭৫ জন প্রার্থী হয়েছেন। তাঁদের অনেককে নিয়েই সন্তুষ্ট নয় বিজেপির আদি নেতারা। তাঁরা প্রশ্ন তুলেছেন, বিজেপিতে কি কোনও প্রার্থীই নেই। অন্য দল থেকে আসা নেতাদেরই প্রার্থী করতে হবে। এর ফলে বিজেপির গ্রহণযোগ্যতা কমবে বলেই মনে করছেন তাঁরা।

দলত্যাগী তৃণমূলীদের প্রার্থী বিজেপির, কী বলছে সমীক্ষা

দলত্যাগী তৃণমূলীদের প্রার্থী বিজেপির, কী বলছে সমীক্ষা

সমীক্ষক সংস্থা সিএনএক্স এই প্রশ্ন নিয়ে গিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকদের কাছে। বিজেপির কর্মী সমর্থকদের ২৫ শতাংশ বলেছেন দলত্যাগী তৃণমূলীদের প্রার্থী করে বিজেপির লাভ হবে। ৫৬ শতাংশ মনে করছেন, তৃণমূলীদের প্রার্থী করে সে অর্থে কোনও লাভ হবে না। আর ১৯ শতাংশ এই প্রশ্নের কোনও উত্তর দিতে নারাজ।

দু'বছরের মধ্যে বিজেপিতে যোগের হিড়িক পড়েছে

দু'বছরের মধ্যে বিজেপিতে যোগের হিড়িক পড়েছে

২০১৯ থেকে ২০২১ সাল- এই দু'বছরের মধ্যে বিজেপিতে যোগের হিড়িক পড়েছে। ফলে বিজেপি বেড়েছে বহরে। বহু নেতা-নেত্রী শেষ ছ-মাসে যোগ দিয়েছেন। শেষ ছ-মাসে যোগ দেওয়া ৩৪ জনকেও প্রার্থী করেছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে বিজেপির প্রার্থী হয়েছেন ২০১৯ পরবর্তী সময়ে যোগ দেওয়া দলত্যাগী তৃণমূলীরাও। অন্য দলের প্রার্থীরাও।

English summary
Will BJP be gainer to do candidate to TMC leader according to CNX opinion poll.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X