For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? উইকিপিডিয়ার দাবি ঘিরে শোরগোল রাজ্যনৈতিক মহলে, কী বলছে রাজ্য বিজেপি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? উইকিপিডিয়ার দাবি ঘিরে শোরগোল রাজ্যনৈতিক মহলে, কী বলছে রাজ্য বিজেপি

Google Oneindia Bengali News

রাজ্যের মুখ্যমন্ত্রীর কে। এই নিয়ে বিভ্রান্তি ইউকিপিডিয়ার তথ্যে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। গুগলে দিলীপ ঘোষের নামে সার্চ দিলেই ইউকিপিডিয়ার যে তথ্য প্রকাশ্যে আছে তা দেখে অনেকই চমকে উঠছেন। তাতে দিলীপ ঘোষের ছবি দিয়ে লেখা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এতে বিজেপিই বা কতটা খুশি আর তৃণমূলই বা করতা রুষ্ট সেই আন্দাজ হয়ত এখনও করে উঠতে পারেনি তথ্য নির্ভর এই সংস্থাটি।

উইকিপিডিয়ায় বিভ্রান্তি

উইকিপিডিয়ায় বিভ্রান্তি

যে কোনও বিষয়ের তথ্য সংগ্রহের জন্য সকলেই আগে ইউকিপিডিয়ায় সার্চ করেন। অনেক সময় ভুল তথ্যও থাকে তাতে। কিন্তু তা বলে এতটা ভুল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম লেখা। গুগলে দিলীপ ঘোষ নামে সার্চ দিলেই উইকিডিয়ার যে পেজ আসছে তাতে ছবি সহ দিলীপ ঘোষের নামের সঙ্গে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যদিও ভেতরের পাতায় এরকম কোনও তথ্য নেই। সেখানে দিলীপ ঘোষকে বিজেপি রাজ্য সভাপতি বলেই উল্লেখ করা হয়েছে।

দিলীপের প্রতিক্রিয়া

দিলীপের প্রতিক্রিয়া

বাস্তবে এই তথ্য জানার পর দিলীপ ঘোষ খুশি কী অসন্তুষ্ট সেটা প্রকাশ করেননি। তবে তিনি জানিয়েছেন এই ভুল সংশোধনের জন্য একাধিকবার সংস্থাকে জানানো হয়েছে। তারপরেও কোনও সংশোধন হয়নি। শুধু তাঁর ক্ষেত্রেই নয় এরকম একাধিক বিষয়েই উইকিপিডিয়ায় ভুল তথ্য দেওয়া রয়েছে বলে জানিয়েছেন তিিন।

বিধানসভা ভোট

বিধানসভা ভোট

২০২১ সালেই রাজ্যে বিধানসভা ভোট। কিন্তু এখনও পর্যন্ত বিজেপি শিবিরে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা মুখ্যমন্ত্রী মু তৈরি হয়নি। কেউ বলছেন দিলীপ তো কেউ বলছেন মুকুল। এই নিয়ে নানা দ্বন্দ্ব রয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আপাতত আসন সংখ্যা বাড়ানোর দিকেই রাজ্য নেতৃত্বকে নজর দিতে বলা হয়েছে।

দেশে করোনা থেকে সুস্থতার হার ২৫ শতাংশ, আক্রান্ত বেড়ে ৩৩০৫০দেশে করোনা থেকে সুস্থতার হার ২৫ শতাংশ, আক্রান্ত বেড়ে ৩৩০৫০

English summary
wikipedia change West Bengal's CM name mislead information
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X