স্বামীকে খুন করার পর থানায় আত্মসমর্পণ স্ত্রীর
স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্ত্রী। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকার ঘটনা। পুলিশ শুক্রবার সকালে শংকর দে নামে এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তার স্ত্রী শ্যামা দে কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

পুলিশ জানায় যে বনগাঁর নেহেরু নগর এলাকার বাসিন্দা শ্যামা দে বৃহস্পতিবার রাতে থানায় ছুরি হাতে নিয়ে এসে বলে যে সে তার স্বামীকে খুন করেছে। পুলিশ এই কথা শুনে প্রথমে অবাক হলেও তার কথা শুনে শুক্রবার শংকর দের মৃতদেহ উদ্ধার করে।

জানা গিয়েছে যে শ্যামা ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায় তার পর শংকর বিয়ে করে শ্যামাকে। তাদের মধ্যে বনিবনা ছিল না ও প্রায় দিন ঝগড়া মারামারি হোত। শ্যামার ব্যবহার খারাপ বলে অভিযোগ। তাই এলাকার লোকজন তাকে এড়িয়ে চলত।
বৃহস্পতিবার রাতেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। সেই সময়ে শ্যামা ধারালো ছুরি দিয়ে তার স্বামীকে আঘাত করে। শংকর দের হাতের শিরা কেটে যায়। পুলিশ জানায় যে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে ।