For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ দিনেই কুখ্যাত দুষ্কৃতী রামুয়া খুনের কিনারা! গ্রেফতার ২ পারিবারিক সদস্য

সোদপুরের ফ্ল্যাটে কুখ্যাত দুষ্কৃতী রামুয়া খুনে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী ও ছেলে।

  • |
Google Oneindia Bengali News

সোদপুরের ফ্ল্যাটে কুখ্যাত দুষ্কৃতী রামুয়া খুনে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী ও ছেলে। খুনের রাতের বয়ান নিয়ে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে তাদের। সূত্রের খবর অনুযায়ী, ঝাড়খণ্ডের ৩ ভাড়াটে খুনির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। । রামুয়া ওরফে রামমূর্তি দিয়ারা ছিল হাওয়ার কুখ্যাত দুষ্কৃতী।

 ৫ দিনেই কুখ্যাত দুষ্কৃতী রামুয়া খুনের কিনারা! গ্রেফতার ২ পারিবারিক সদস্য

১৩ জানুয়ারি রবিবার গভীর রাতে স্ত্রী ও মেয়ার সামনেই ফ্ল্যাটে খুন কুখ্যাত দুষ্কৃতী রামুয়াকে খুন করা হয়েছিল। সোদপুরের অমরাবতিতে ভাড়া নেওয়া তিনতলার ফ্ল্যাটে রাতে হামলা চালায় ১০ থেকে ১১ জনের একটি দল। অভিযোগ করেছিল রামুয়ার স্ত্রী ও ছেলে। সেই সময় থেকেই দরজা খুলে দেওয়া থেকে শুরু করে খুন পর্যন্ত বিভিন্ন ধাপে সন্দেহ জাগে পুলিশে। রামুয়ার কাছ থেকে রিভলবার কেড়ে নিয়েই খুন করা হয়েছিল। রামুয়ার কাছে রিভলবার যে ছিল তাও দুষ্কৃতীরা জানতে পারায় প্রশ্ন তৈরি হয়েছিল তদন্তকারীদের মনে।

জেরায় রামুয়ার স্ত্রী ও ছেলে জানিয়েছিল, রাত প্রায় একটা নাগাদ কলিং বেল বাজায় আগন্তুকরা। ছেলে দরজা খুলতে নিচে নামলে আগ্নেয়াস্ত্র হাতে দুজন তাকে আটকে রেখে ওপর উঠে যায়। সবারই মুখ ছিল ঢাকা। বাকিদের হাতেও ছিল আগ্নেয়াস্ত্র। আট-নয় জন ওপরে উঠে যায়। গিয়ে রামুয়ার মাথায় গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামুয়া ওরফে রামমূর্তি দিয়ারার। ঘর ছাড়ার সময় হামলাকারীরা বলে, চিৎকার করলে পুরো পরিবারকেই শেষ করে দেওয়া হবে।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, রামুয়াকে খুনের ষড়যন্ত্রে সামিল স্ত্রীর সঙ্গে সামিল হয়েছিল ছেলেও। খুনের জন্যই সে বিশাখাপত্তনম থেকে কলকাতায় আসে। স্ত্রীর বিরুদ্ধে রামুয়া বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিল বলেও জানা গিয়েছে।

তদন্তে স্থানীয় ছাড়াও ৩ ভাড়াটে খুনির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। তাদের খোঁজে তল্লাশি চলছে।

English summary
Wife and son were arrested for the killing of Noted criminal Ramua in Sodepur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X