For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনুয়াকাণ্ডের ছায়া বাসন্তীতে, গুন্ডা লাগিয়ে স্বামীকে এলোপাথাড়ি কোপাল স্ত্রী!

ক্রমশই সম্পর্কের জটিলতায় খুন ও খুনের চেষ্টার ঘটনা বেড়ে চলেছে রাজ্যে। একের পর এক ঘটনা বারাসত, আমতা ও বাসন্তীতে।

Google Oneindia Bengali News

বারাসতের মনুয়াকাণ্ডের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনায়। স্ত্রী-র চক্রান্তে স্বামীকে মাঠের মাঝে নিয়ে গিয়ে কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে।

রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসীরা। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে, যুবককে হত্যার চেষ্টার পিছনে রয়েছে স্ত্রী-র ফন্দি। স্ত্রী-ই ভাড়াটে গুন্ডা লাগিয়েছিলেন স্বামীকে খুন করার জন্য, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

মনুয়াকাণ্ডের ছায়া বাসন্তীতে, গুন্ডা লাগিয়ে স্বামীকে এলোপাথাড়ি কোপাল স্ত্রী!

বাসন্তীতে ফাঁস হয়ে গেল স্ত্রী-র কুকীর্তি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে সরিয়ে দেওয়ার ফাঁদ যে স্ত্রী-ই পেতেছিল তা ক্রমশ স্পষ্ট হচ্ছে পুলিশি তদন্তে। প্রথমে ভাড়াটে গুন্ডা লাগিয়ে স্বামীকে অপহরণ করা হয়। রবিবার রাতে বাসন্তীর একটি নির্জন মাঠে তুলে নিয়ে গিয়ে গুন্ডারা তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা ধাওয়া করে দুষ্কৃতীদের। দুষ্কৃতীরা ওই যুবককে ফেলে পালিয়ে যায়। এলাকাবাসীই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ এই ঘটনার তদন্তে নেমে স্ত্রীকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই চক্রান্তের কথা জানতে পারে পুলিশ। এই ঘটনার পিছনে কী কারণ ছিল তা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

বারাসতের মনুয়াকাণ্ডের পর হাওড়ার আমতায় একই কায়দায় প্রেমিককে দিয়ে স্বামী-খুনের চেষ্টা চালিয়েছিল স্ত্রী। এক্ষেত্রে প্রেমিকের সঙ্গ ত্যাগ করে স্বামীর কাছে ফিরে যাওয়ার টোপ দিয়েছিল অভিযুক্ত মহিলা। তারপর প্রেমিকের হাতে গুলিবিদ্ধ হয় স্বামী। শেষ রক্ষা হয়নি, স্ত্রী ও প্রেমিক দু'জনেই ধরা পড়ে যায় পুলিশের হাতে। এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

English summary
Wife planned to murder husband at Basanti, South 24 Paraganas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X