For Quick Alerts
For Daily Alerts
পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে খুন কাটোয়ায়
পরকীয়াতে বাধা দেওয়ার জন্য স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। কাটোয়ায় দাইহাট এলাকার পাইকপাড়ার ঘটনা। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে ফজরুদ্দিন সেখকে। তিনি তার স্ত্রী হালিমা বিবিকে (৩০) শ্বাসরোধ করে খুন করে করেন। পুলিশের দাবি এই ব্যক্তি স্ত্রীকে খুনের অভিযোগ স্বীকার করেছেন।

ফজরুদ্দিন একজন নির্মাণ কর্মী। প্রতিবেশী এক মহিলার সঙ্গে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জরিযে পড়েন। হালিমা তা জানার পর প্রতিবাদ করেন। এই নিয়ে স্ত্রীর সাথে বচসা হত ফজরুদ্দিনের।
শুক্রবার রাতেও বচসা হয়েছে। সেই সময়ে তিনি স্ত্রীকে মারধর করেন। তারপর তার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন। পুলিশ জানায় যে বিষয়টি জানার পর তারা মৃতদেহ উদ্ধার করে অভিযুক্ত ফজরুদ্দিন সেখকে গ্রেফতার করে।