For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের 'ট্যাবলো' কেন বাতিল হল প্রজাতন্ত্র দিবসের আসরে! কোন কারণে উঠছে 'আপত্তি'

  • |
Google Oneindia Bengali News

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে এই বছর দেখা যাবে না পশ্চিমবঙ্গের ট্যাবলো। ঘটনা নিয়ে এদিন সকাল থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়। প্রসঙ্গত, সাম্প্রতিক একাধিক ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত ঘিরে এমন ঘটনা উঠে এসেছে বলে অনেকের ধরাণ। অনেকেই মনে করেছেন , কেবল রাজনৈতিক সংঘাতের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে , কেন্দ্রের তরফে বাংলার ট্যাবলো নিয়ে বেঁকে বসে 'বিশেষজ্ঞদের কমিটি'। এমনই দাবি সূত্রের। কোন কোন বিষয়ের জেরে এই ট্যাবলোকে নিয়ে 'আপত্তি' উঠল দেখে নেওয়া যাক।

বাংলার ট্যাবলো ও বিশেষজ্ঞ কমিটি

বাংলার ট্যাবলো ও বিশেষজ্ঞ কমিটি


বাংলার ট্যাবলোকে কেন বাতিল করা হল , তা নিয়ে বিশেষজ্ঞদের কমিটি যা জানিয়েছে, তা হল প্রতিটি রাজ্যের নিজের স্বতন্ত্র একটি ভাবমূর্তি প্রদর্শিত করতে হবে এই ট্যাবলোতে। আর সেক্ষেত্রে বাংলা থেকে ৩ টি বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল ট্যাবলোর জন্য।

কোন কোন থিম নিয়ে প্রস্তাব

কোন কোন থিম নিয়ে প্রস্তাব

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে ট্যাবলো নিয়ে তিনটি প্রস্তাব দেওয়া হয়। তারমধ্যে ছিল কন্যাশ্রী, জলধরো জল ভরো, আর সবুজ বাঁচাও। আর এই তিনটি ট্যাবলোকেই বাতিল করা হয়েছে একাধিক কারণে 'আপত্তি'র জেরে।

কেন বাতিল ট্যাবলো , আপত্তি কোন বিষয়ে?

কেন বাতিল ট্যাবলো , আপত্তি কোন বিষয়ে?

প্রসঙ্গত, কন্যাশ্রী প্রকল্প নিয়ে যে ট্যাবলোর কথা বলা হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের 'বেটি বাঁচাও বেটি পড়াও' এর সমকক্ষ। তাই এতে কোনও রাজ্যের নিজস্বতা প্রকাশ পাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র।

কেন বাতিল হল বাকি দুই প্রস্তাব?4

কেন বাতিল হল বাকি দুই প্রস্তাব?4

কেন্দ্রের বিশেষজ্ঞদের কমিটি দাবি করেছে 'সবুজ বাঁচাও' ট্যাবলোটিতেও সেভাবে পশ্চিমবঙ্গের নিজস্বতা প্রকাশ পাচ্ছেনা। যার দ্বারা রাজ্যের কোনও সংস্কৃতি বা অনন্যতা প্রকাশ পায় এমন কিছু নেই 'সবুজ বাঁচাও' প্রকল্পে। অন্যদিকে ' জল ধরো জলভরো' প্রকল্পটিও কেন্দ্রের ' অটল জল যোজনা' র সমকক্ষ বলে তা বাতিল হয়েছে।

বাংলার ট্যাবলো নিয়ে ২ বার পর্যালোচনা!

বাংলার ট্যাবলো নিয়ে ২ বার পর্যালোচনা!

বাংলার ট্যাবলো কেন বাতিল হল , সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের সূত্র জানাচ্ছে, এই ট্যাবলোর প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের বৈঠকে দু'বার পর্যালোচনা হয়। তারপরই তা বাতিল হয়। প্রসঙ্গত প্রতিরক্ষামন্ত্রক সূত্র জানাচ্ছে, ১৬ টি রাজ্যের ২২ টি প্রস্তাবে সম্মতি দিয়ে প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে নামছে একাধিক ট্যাবলো।

English summary
Why West Bengal Tableau got rejected, know the reason .The tableau proposal of West Bengal was rejected after the expert committee made a few objections, the Ministry of Defence said in a statement on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X