For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবজি উৎপাদনে ফার্স্ট বয় বাংলায় দাম আকাশছোঁয়া কেন! নেপথ্যে কারা

সবজি উৎপাদনে ফার্স্ট বয় বাংলায় দাম আকাশছোঁয়া কেন! নেপথ্যে কারা

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

সবজির বাজারের আগুনে হাত পুড়ছে সাধারণ মানুষের। এমনকী শীতের ভরা মরশুমেও অধিকাংশ সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থেকেছে। এরই মধ্যে সবজি উৎপাদক রাজ্যের তালিকায় এক নম্বরে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় কৃষি ও উদ্যানপালন দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী বিগত আর্থিক বছরে দেশের মোট সবজির প্রায় ১৬ শতাংশ উৎপাদন করে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে শাকসবজি উৎপাদনে প্রথম স্থানে থাকা রাজ্যে সবজির দাম এত আকাশ ছোঁয়া হয়ে উঠছে কেন?

সবজি উৎপাদনে ফার্স্ট বয় বাংলায় দাম আকাশছোঁয়া কেন! নেপথ্যে কারা

সম্প্রতি নতুন দিল্লিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক আয়োজিত একটি সম্মেলনে রাজ্য ভিত্তিক সবজি উৎপাদনের তথ্য প্রকাশ করা হয়। সেখানে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১৮-১৯ সালে বাংলায় ২.৯৫৫ কোটি টন সবজি উৎপাদন হয়েছে। তার আগের বছর এর পরিমাণ ছিল ২.৭৭ কোটি টন। ২০১৮-১৯ সালে দেশের উৎপাদিত মোট সবজির মধ্যে বাংলার ভাগ ছিল ১৫.৯ শতাংশ।

দিন কয়েক আগে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র নিজে জানিয়েছেন শাক-সবজির মূল্যবৃদ্ধির হার ৬০ শতাংশের বেশী। যদিও এর সব দায় তিনি কেন্দ্রের ওপরেই চাপিয়েছেন। এখন প্রশ্ন উঠছে যে রাজ্য সবজি উত্পাদনে দেশের মধ্যে প্রথম, সেখানে কেন সবজির বাজারদর এমন অস্বাভাবিক হবে? এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা কালোবাজারি এবং ফড়েদের তৎপরতাকেই দায়ী করেছেন। তাদের বক্তব্য ফড়েদের দমন করে বাজারদর নিয়ন্ত্রণ করতে নিয়মরক্ষায় টাস্কফোর্স গঠন করলেও কার্যক্ষেত্রে তার কিছুই কাজে আসছে না।

প্রশাসন ও শাসক দলের একাংশের সঙ্গে যোগসাজশে ফড়েরা বহাল তবিয়তেই রয়েছে। তার ফলে কৃষকেরা যেমন ফসলের দাম পাচ্ছেন না, সাধারণ মানুষও ন্যায্য দামে শাক সবজি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। ফড়েরাই তাদের কাজ বজায় রেখে চলেছে‌। নবান্ন সূত্রে খবর।

English summary
Why vegetable price in Bengal on rise despite the state is in the number on producer in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X