For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেই পার্থ চট্টোপাধ্যায়কেই ফোন করে বসলেন বৈশাখী! নেপথ্যে কী ঘটে গেল, চড়ছে জল্পনার পারদ

দলের সর্বভারতীয় সভাপতির মঞ্চে না গিয়ে বৈশাখী আবার ফোন করে বসলেন পার্থকে। সেই ফোন নিয়েই জল্পনা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে।

Google Oneindia Bengali News

তাঁদের বিজেপিতে যোগদানের আগে কম বোঝাননি তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়া থেকে শান্তি নেই মনে। দলে গুরুত্বহীন শোভন-বৈশাখী তাই বিজেপি ছাড়ার বার্তা দিয়ে রেখেছিলেন আগে থেকে। দলের সর্বভারতীয় সভাপতির মঞ্চে না গিয়ে বৈশাখী আবার ফোন করে বসলেন পার্থকে। সেই ফোন নিয়েই জল্পনা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে।

কলেজে গিয়ে হেনস্থার শিকার

কলেজে গিয়ে হেনস্থার শিকার

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় উভয়েই আমন্ত্রিত ছিলেন বিজেপির সভায়। তাঁরা অমিতের সভায় না গিয়ে দিনভর ব্যস্ত থাকলেন ব্যক্তিগত কাজে। আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় এতদিন পর কলেজে গিয়ে হেনস্থার শিকার হলেন। তাঁকে উদ্দেশ্য করে উড়ে এল অকথ্য গালিগালাজ।

বৈশাখী বাধ্য হন ফোন করতে

বৈশাখী বাধ্য হন ফোন করতে

পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে বৈশাখী বাধ্য হন শিক্ষামন্ত্রীকে ফোন করতে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, মিল্লি আল আমিন কলেজের র এক অধ্যাপিকা সাবিনা নিশান ওমর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বৈশাখীকে হেনস্থার শিকার হতে হয়।

ইস্তফার ইচ্ছাপ্রকাশের পর প্রথম কলেজে

ইস্তফার ইচ্ছাপ্রকাশের পর প্রথম কলেজে

ই্স্তফার ইচ্ছাপ্রকাশ করার পর এদিনই প্রথম মিল্লি আল আমিন কলেজে পা রাখেন বৈশাখী। তিনি পৌঁছতেই মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। তাঁকে উদ্দেশ্য করে উড়ে আসে নানা বাক্যবাণ, অকথ্য গালিগালাজ। তা সহ্যের সীমা ছাড়িয়ে গেলে পার্থবাবুকে ফোন করেন বৈশাখী। এদিকে পার্থকে ফোন করায় শুরু হয়ে যায় জল্পনা।

পার্থকে হঠাৎ ফোনে অন্য গন্ধ

পার্থকে হঠাৎ ফোনে অন্য গন্ধ

অমিত শাহের সভায় অনুপস্থিত না হয়ে এদিনই তিনি কেন মিল্লি আল আমিন কলেজে গেলেন, কেনই বা সেখানে গিয়ে পরিস্থিতি খারাপ দেখে পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করে বসলেন, তা নিয়ে অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।

অনুপস্থিতির সাফাই বৈশাখীর

অনুপস্থিতির সাফাই বৈশাখীর

তবে অমিত শাহের সভায় উপস্থিত না থাকা প্রসঙ্গে বৈশাখী বলেন, ব্যক্তিগত কাজ পড়ে যাওয়ায় সম্ভব হয়নি যাওয়া। শোভনদাও আদালতের জরুরি কাজে আটকে পড়েছিলেন। তা না হলে দলের সর্বভারতীয় সভাপতির সভায় উপস্থিত না থাকার ধৃষ্টতা ছিল না আমাদের। তবে তাতে জল্পনা থামছে না তাতে। জল্পনার পারদ চড়ছেই।

[তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সব্যসাচীর, 'আপদ বিদায়' সেলিব্রেশনে মাতল নিউটাউন][তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সব্যসাচীর, 'আপদ বিদায়' সেলিব্রেশনে মাতল নিউটাউন]

[ 'কাশ্মীরে উন্নতি শুরু হলে পাকিস্তানের ৭০ বছরের প্ল্যান তছনছ হবে ', মার্কিন সফরে দাবি জয়শঙ্করের][ 'কাশ্মীরে উন্নতি শুরু হলে পাকিস্তানের ৭০ বছরের প্ল্যান তছনছ হবে ', মার্কিন সফরে দাবি জয়শঙ্করের]

English summary
Why she phoned to Partha Chatterjee clears Baishakhi Banerjee. Sovan and Baishakhi are in speculation due to absent in Amit Shah’s rally,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X