For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বভারতীর 'কলঙ্কিত' উপাচার্যকে পদ্মশ্রী কেন, প্রশ্ন মহিলা কমিশনের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ
কলকাতা, ২৯ জানুয়ারি: শ্লীলতাহানির অভিযোগ থাকা সত্ত্বেও কেন পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় সুশান্ত দত্তগুপ্তকে। এই প্রশ্ন তুলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখল রাজ্য মহিলা কমিশন। চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

অভিযোগ, এস এন বোস ইন্সটিটিউটে কর্মরত থাকার সময় সুশান্ত দত্তগুপ্ত এক মহিলা সহকর্মীর শ্লীলতাহানি করেছিলেন। ২০০৪ সালের ২৯ জানুয়ারি ওই মহিলা প্রথম সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে সরব হন। সেই বছরের ১৮ ফেব্রুয়ারি রাজ্য মহিলা কমিশনে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। যদিও তিনি দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন। পরে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক তাঁকে এস এন বোস ইন্সটিটিউট থেকে সরিয়ে দেয়।

২০১১ সালের ১৯ ডিসেম্বর ৬৪ বছর বয়সে সুশান্ত দত্তগুপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন। সেখানে তিনি নানাভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। এহেন একজন বিতর্কিত মানুষকে কেন পদ্মশ্রী দেওয়া হবে, তা নিয়ে তাই বেজায় ক্ষুব্ধ রাজ্য মহিলা কমিশন।

English summary
Why Padmashri for tainted VC of Visva Bharati, asks Women's Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X