For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভনের চাপেই কি দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়েও শেষ অবধি সরে দাঁড়ালেন দেবশ্রী?

অভিনেত্রী দেবশ্রী রায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা রায়দিঘির বিধায়ক। তিনি এদিন বিজেপিতে যোগদান করবেন বলে তখন থেকেই খবর প্রচারিত হয়।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বুধবার গেরুয়া শিবিরে যোগদান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শোভন চট্টোপাধ্যায়। এদিন তিনি বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যোগদান করেছেন। এই নিয়ে রাজ্য রাজনীতি আলোচনা তুঙ্গে। তবে এসবের মাঝেই দুপুর থেকে আর একটি বিষয় নিয়ে তুমুল আলোচনা চলেছে। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে বিজেপির সদর দপ্তরের পৌঁছে গিয়েছেন সেই সময়ই সংবাদ মাধ্যমে দেখা যায় বিজেপির সদর দপ্তরে গিয়েছেন দেবশ্রী রায়।

দেবশ্রী বিজেপির সদর দফতরে

দেবশ্রী বিজেপির সদর দফতরে

অভিনেত্রী দেবশ্রী রায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা রায়দিঘির বিধায়ক। তিনি এদিন বিজেপিতে যোগদান করবেন বলে তখন থেকেই খবর প্রচারিত হয়। জল্পনা করা হয় শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন সেই সময়ে একই সঙ্গে দেবশ্রীও গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন।

বেঁকে বসেন শোভন

বেঁকে বসেন শোভন

তবে বাস্তবে তা হয়নি। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর বিকেল পাঁচটায় শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। মুকুল রায় অন্যান্য বিজেপি নেতারা তাদের স্বাগত জানান। তবে সেইখানে দেবশ্রীকে দেখা যায়নি। অর্থাৎ তিনি বিজেপিতে যোগদান করেননি।

কেন বিজেপিতে যোগ দিলেন না দেবশ্রী

কেন বিজেপিতে যোগ দিলেন না দেবশ্রী

এরপর প্রশ্ন ওঠে কেন দেবশ্রী বিজেপিতে যোগদান করলেন না? সূত্রের খবর, দেবশ্রী সম্ভবত এদিন বিজেপিতে যোগদান করতেই দিল্লি সদর দপ্তরে গিয়েছিলেন। তবে সেই খবর পৌঁছয় শোভন চট্টোপাধ্যায়ের কানে। তিনি বেঁকে বসেন। স্পষ্ট জানিয়ে দেন দেবশ্রী এদিন দলে যোগদান করলে তিনি দলে যোগদান করবেন না।

শোভনের সঙ্গে আলোচনা

শোভনের সঙ্গে আলোচনা

এরপরই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয় শোভনের। সেখানেই মধ্যস্থতায় বরফ গলে। যার ফলে দেবশ্রী রায়কে এদিন বিজেপি দলে যোগদান করায়নি। তবে তিনি কবে যোগদান করবেন বা আদৌও দলে যোগদান করবেন কিনা তা নিয়ে শীর্ষ নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে।

মুকুলের সাফাই

মুকুলের সাফাই

এদিকে মুকুল রায়ও সাংবাদিকদের জানিয়েছেন যে, গত পাঁচ বছরে দেবশ্রী রায়ের সঙ্গে তাঁর দেখা-সাক্ষাৎ হয়নি, কথাও হয়নি। ফলে দেবশ্রী কেন বা কীজন্য দলের সদর দপ্তরে এসেছেন, কে বা কারা তাঁকে নিয়ে এসেছেন সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না। এদিন দেবশ্রী আসার পরই তিনি বিষয়টি জানতে পেরেছেন। ফলে দেবশ্রীর বিজেপিতে যোগদান করার পিছনে তার কোনও হাত নেই।

[আরও পড়ুুন:তৃণমূলের দুটো পিলার ভেঙেছি, ভবিষ্যতে আরও! শোভন কীভাবে বিজেপিতে, জানালেন দিলীপ][আরও পড়ুুন:তৃণমূলের দুটো পিলার ভেঙেছি, ভবিষ্যতে আরও! শোভন কীভাবে বিজেপিতে, জানালেন দিলীপ]

[আরও পড়ুন: শোভন চট্টোপাধ্যায় বড়মাপের রাজনীতিক! কীভাবে কাজ বিজেপিতে জানালেন বৈশাখী][আরও পড়ুন: শোভন চট্টোপাধ্যায় বড়মাপের রাজনীতিক! কীভাবে কাজ বিজেপিতে জানালেন বৈশাখী]

English summary
Why Debashree Roy has not joined BJP today after going to party head quarter in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X