For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরো নার্সিংহোমই কোয়ারান্টিনে, করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নিল রাজ্য

পুরো নার্সিংহোমই কোয়ারান্টিনে, করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নিল রাজ্য

Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় এবার এক অভিনব পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। করোনার সংক্রণণ রুখতে গোটা নার্সিংহোমকেই করা হল কোয়ারান্টিন। সোমবার হুগলির চন্দনগরের নার্সিংহোমকে কোয়ারান্টিন করার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। রবিবার শ্যাওড়াফুলির প্রৌঢ় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরই এই অভিনব উদ্যোগ নেওয়া হল।

পুরো নার্সিংহোমই কোয়ারান্টিনে, করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নিল রাজ্য

জেলা প্রশশন সূত্রে জানানো হয়েছে, ২৫ থেকে ২৮ মার্চ ওই করোনা আক্রান্ত প্রৌঢ় ভর্তি ছিলেন চন্দননগরের নার্সিংহোমে। সেই কারণেই পুরো নার্সিংহোমকে কোয়ারান্টিন করে দেওয়া হল। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কোয়ারান্টিনে থাকবে নার্সিংহোম। ১৪ এপ্রিল পর্যন্ত কোনও রোগীকে ভর্তি নেওয়া যাবে না।

বর্তমানে যে সমস্ত রোগী ভর্তি রয়েছেন, তাঁরাও ১৪ এপ্রিল পর্যন্ত কোয়ারান্টিনে থাকবেন। কোনও রোগীকেই এর মধ্যে ছাড়া হবে না। এই দুদিনের মধ্যে যারা ছুটি পেয়েছে তাদেরও কোয়ারিন্টিনে রাখার বন্দোবস্ত করা হবে। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সব আটঘাট বেঁধে এগোচ্ছে রাজ্য।

উল্লেখ্য, শ্যাওড়াফুলির ওই প্রৌঢ় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি কোথায় কোথায় গিয়েছিলেন, কাদের সংস্পর্শে এসেছেন, সে ব্যাপারে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। সেই ব্যবস্থা গ্রহণের অঙ্গ হিসেবেই পুরো নার্সিংহোমকে কোয়ারান্টিন করে দেওয়া হল।

English summary
Whole nursing home is in quarantine after corona affected of patient. State takes an unprecedented initiative to stop corona epidemic,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X