For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কতগুলি আসন পেতে পারে তৃণমূল, বিজেপিই বা কত ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায়

বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা। একনজরে সম্ভাব্য ফল।

Google Oneindia Bengali News

বাংলায় ৪২-এ ৪২ আসন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল এবার। কিন্তু ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায় এবার তৃণমূলের সে অর্থে শুভদায়ক নয়। তৃণমূল কংগ্রেস বেশি আসন পাবে, তবে গতবারের তুলনায় তা কম বলেই আভাস দিয়েছে সমীক্ষা। বিজেপির পক্ষে অবশ্য দারুন খবর দিয়েছে সমীক্ষা। বাংলায় একনজরে সম্ভাব্য ফল।

তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস

ইন্ডিয়া টিভির সমীক্ষা অনুযায়ী এবার বাংলায় ঝটকা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূলের দখলে থাকবে ২৯টি আসন। অর্থাৎ ৪২-এ ৪২ এবার হচ্ছে না। গতবারের তুলনায় তৃণমূল কংগ্রেস পাবে ৫টি কম। উল্লেখ্য, গতবার তৃণমূল কংগ্রেস ৩৪টি আসন পেয়েছিল।

বিজেপি

বিজেপি

বিজেপি এবার দ্বিতীয় দল হিসেবে উঠে আসছে বাংলায়। তারা এক ধাক্কায় আসন সংখ্যা বাড়িয়ে নিতে সক্ষম হবে এবার। গতবার তারা মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল। ইন্ডিয়া টিভির সমীক্ষায় আভাস বিজেপি বাংলা থেকে এবার পেতে পারে ১২টি আসন।

সিপিএম

সিপিএম

২০১৪ সালে সিপিএম দুটি আসন পেয়েছিল। ২০১৯ ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায় আভাস সিপিএম এবার একটি আসন পাবে না বাংলা। এবার তাদের শূন্য হাতে ফিরতে হবে।

কংগ্রেস

কংগ্রেস

কংগ্রেস এবার বাংলায় মাত্র একটি আসন পেতে পারে। গতবার তারা চারটি আসন পেয়েছিল। এবার চতুর্মুখী লড়াইয়ে তাদের তিনটি আসন কমতে চলেছে। এমনই আভাস ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায়।

কে কটি আসন

কে কটি আসন

ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায় আভাস ২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৯টি আসন, বিজেপি ১২টি, কংগ্রেস ১টি এবং বামফ্রন্ট একটিও না।

গতবারের ফল

গতবারের ফল

গতবার অর্থাৎ ২০১৪ নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগেস পেয়েছিল ৩৪টি আসন, বিজেপি ২টি, কংগ্রেস ৪টি এবং বামফ্রন্ট ২টি

English summary
Who will how many seats in West Bengal’s 42 in Lok Sabha Election 2019. In West Bengal BJP will gain but TMC will win according to India TV Exit Poll,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X