For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে কারা হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী! কাদের কাছে গেল অমিত শাহের ফোন

মাত্র ২টি আসন ছিল বিজেপির। সেখান থেকে এবার সটান ১৮টা।

  • |
Google Oneindia Bengali News

মাত্র ২টি আসন ছিল বিজেপির। সেখান থেকে এবার সটান ১৮টা। ফলে কেন্দ্রে বিজেপির রমরমার পিছনে এবার বাংলার উল্লেখযোগ্য অবদান রয়েছে। আর সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অস্বীকারও করতে চাইছে না। আর সেজন্যই এবারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় একে একে একাধিক বাঙালি মুখ দেখা যেতে চলেছে বলে ইতিমধ্যে খবর। দলীয় সভাপতি অমিত শাহ ইতিমধ্যে বেশ কয়েকজনকে ফোন করে বিকেলের মধ্যে চলে আসতে নির্দেশ দিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক কারা তালিকায় স্থান পেতে চলেছেন।

বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয়

সূত্রের খবর, ইতিমধ্যে বাবুলের কাছে দলীয় সভাপতির তরফে ফোন চলে গিয়েছে। তাঁকে বিকেলের মধ্যে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। আগের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন বাবুল। এবার প্রতিমন্ত্রী নাকি পূর্ণমন্ত্রী হতে চলেছেন তিনি সেটাই এখন দেখার। বাংলা থেকে বিজেপির অন্যতম সেরা মুখ তিনি।

দেবশ্রী চৌধুরী

দেবশ্রী চৌধুরী

রায়গঞ্জে বাম-কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা-নেত্রী মহম্মদ সেলিম ও দীপা দাশমুন্সিকে হারিয়ে আসা দেবশ্রী চৌধুরী এবার কেন্দ্রে মন্ত্রী হতে চলেছেন। ইতিমধ্যে তাঁর কাছে ফোন চলে গিয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের। ফলে বাংলা এক মহিলা মন্ত্রী পেতে চলেছেন।

শান্তনু ঠাকুর

শান্তনু ঠাকুর

বিজেপিকে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে জিতিয়ে আনা ছাড়াও মতুয়া ভোট রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে। সেটার কথা মাথায় রেখেই শান্তনুকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। ২০২১ সালের নির্বাচনের কথা মাথায় রেখেই এটা করা হতে পারে।

লকেট চট্টোপাধ্যায়

লকেট চট্টোপাধ্যায়

মহিলা মোর্চার সভানেত্রী লকেট বড় জয় পেয়েছেন। একেবারে তৃণমূল গড়ে ধাক্কা দিয়েছেন তিনি। জিততে পারবেন না লকেট এমনটাই অনেকে বলেছিলেন। বিশেষ করে স্থানীয় বিজেপি নেতৃত্বে কোন্দল ছিল। সেখান থেকে তিনি জয় পেয়েছেন। ফলে তাঁকে মন্ত্রিত্ব দিয়ে বাংলা থেকে মহিলা মন্ত্রীকে তুলে ধরা হতে পারে।

দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ

রাজ্য সভাপতি ছাড়াও বিজেপি নেতৃত্ব ও আরএসএস-এর কাছের লোক তিনি। বাংলায় সংগ্রাম করে দলকে একটা জায়গায় নিয়ে এসেছেন দিলীপ। এছাড়া জঙ্গলমহলে দলকে জয় পাওয়ে দেওয়ায় তাঁর অবদান রয়েছে। তিনি কেন্দ্রে মন্ত্রী হলে বাংলার মানও বাড়বে।

সুরিন্দর সিং আহলুওয়ালিয়া

সুরিন্দর সিং আহলুওয়ালিয়া

দার্জিলিং জয় করার পর এবার তিনি বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপিতে জিতিয়েছেন। দীর্ঘদিনের রাজনীতিবিদ সুরিন্দর বিজেপি নেতৃত্বেরও কাছের লোক। আগের সরকারে তাঁকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। এবার তিনি পূর্ণ মন্ত্রীর পদ পান কিনা সেটাই দেখার।

এছাড়া যারা রয়েছেন তালিকায়

এছাড়া যারা রয়েছেন তালিকায়

বিজেপির বহুদিনের নেত্রী দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে জিতেছেন। সুভাষ সরকার বাঁকুড়া থেকে জিতেছেন। তিনি পেশায় চিকিৎসক। আদিবাসী নেতা তথা অধ্যাপক কুনার হেমব্রম মন্ত্রী হতে পারেন।

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

English summary
Who will be ministers from Bengal in PM Modi cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X