For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থদফা ভোটে বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী ৪৪ আসনে 'স্ট্রং জোন' -এ কারা

চতুর্থদফা ভোটে বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী ৪৪ আসনে 'স্ট্রং জোন' -এ কারা

Google Oneindia Bengali News

রাত পোহালেই ভোট পর্ব শুরু বাংলার বুকে। চতুর্থদফার নির্বাচনে 'এক সে বড়কর এক' হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। রয়েছে যুযুধান ভোট সংঘাত ঘিরে হাইভোল্টেক কিছু কেন্দ্র। ৫ জেলায় ৪৪ আসনের এই 'স্টার ওয়ার্স ' এ ২০১৬ সালের ভোটের নিরিখে কী ঘটেছিল তা দেখা যাক।

কোথায় লড়াই?

কোথায় লড়াই?

বাংলার বুকে চতুর্থদফার ভোটে ৪৪ আসনে লড়াই হতে চলেছে ১০ এপ্রিল। এই পর্বে ভোট দিতে চলেছেন হুগলি জেলার বাকি অংশের মানুষ। ভোট হবে হাওড়ার বাকি অংশে। এছাড়াও ভোট পর্ব চলবে দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশে। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট সংঘাত দেখা যাবে ১০ এপ্রিল।

২০১৬ নির্বাচনের নিরিখে ৪৪ আসনের পরিস্থিতি

২০১৬ নির্বাচনের নিরিখে ৪৪ আসনের পরিস্থিতি

চতুর্থদফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনের মধ্যে ১১ আসেন মহিলা ভোটব্যাঙ্ক পোক্ত রয়েছে। অন্যদিকে, কোচবিহারের ৯ আসন, আলিপুরদুয়ায়েরর ৫ আসন, হাওড়ার ১৬ টির মধ্যে ৯ আসন, হুগলির ১৮ টার মধ্যে ১০ আসন ও দক্ষিণ ২৪ পরগনার ৩১ টির মধ্যে ১১ আসনে ভোট হবে।

২০১৬ সালের ফলাফল ও বিজেপি-তৃণমূলের শক্তি

২০১৬ সালের ফলাফল ও বিজেপি-তৃণমূলের শক্তি

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় সেভাবে রাজ্যে বিজেপির দাপট পরিলক্ষিত হয়নি। সেইবারে এই ৪৪ বিধানসভা নির্বাচনে বিজেপি দখল করেছিল ১ টি মাত্র আসন। বামেরা পেয়েছিল ৩ আসন। আর তৃণমূলের দখলে ছিল ৩৯ টি আসন। কংগ্রেস জিতেছিল ১ টি আসন।

২০১৬ ভোটের নিরিখে ৪৪ টি আসনে ভোট শতাংশ

২০১৬ ভোটের নিরিখে ৪৪ টি আসনে ভোট শতাংশ

২০১৬ সালের ভোটে ৪৪ আসনে ৪৬.০২ শতাংস ভোট তৃণমূলের দখলে যায়। পদ্মশিবির সেবার ১২.৩ শতাংশ ভোট নিজের দখলে রাখে এই ৪৪ আসনে। বামেদের দখলে ছিল সেবার ২৮.৭৯ শতাংশ। আর কংগ্রেস দখলে রেখেছিল ৬.৭১ শতাংশ। প্রসঙ্গত, এবার কংগ্রেস ও বামেরা জোট বেঁধেছে। সঙ্গে রয়েছে আব্বাস শিবিরের আইএসএফ। যারা ভোটের যুদ্ধে সংখ্যালঘু শিবিরকে কাছে পেতে চাইছে।

 গত বিধানসভা ভোটের ফলাফলে আগামীকালের ভোট যুদ্ধের ৫ জেলা

গত বিধানসভা ভোটের ফলাফলে আগামীকালের ভোট যুদ্ধের ৫ জেলা

পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে কোচবিহারের ৯ টি আসনের ৮টি তৃণমূলের ছিল, ১ টি বামেদের। আলিপুরদুয়ারে ৫ টিতে ৪ টি আসনেই তৃণমূল কংগ্রেস জিতে যায়। এই জেলায় এনডিএ জিতে যায় ১ আসনে। হাওড়ার ১৬ আসনে ১৫ টিতে জয় লাভ করে তৃণমূল, একটি পায় ইউপিএ। হুগলিতে ১৮ টির মধ্যে ১৬ টি যায় ঘাসফুলের ঘরে। ১ টি পায় বামেরা,১টি পায় ইউপিএ।

নজরে চতুর্থ দফার ভোট, এক নজরে হেভিওয়েট তারকা কেন্দ্রগুলিনজরে চতুর্থ দফার ভোট, এক নজরে হেভিওয়েট তারকা কেন্দ্রগুলি

English summary
Who is strong according to 2021 Election results in 44 seats of Fourth Phase of West Bengal poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X