For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস হারবে কেন, জোট হলে কী হবে! কলকাতা পুরভোটের ভবিষ্যদ্বাণী বিশ্লেষকদের

তৃণমূল হারবে কেন, জোট হলে কী হবে! কলকাতা পুরভোটের ভবিষ্যদ্বাণী বিশ্লেষকদের

  • |
Google Oneindia Bengali News

কী হলে কী হবে। আসন্ন পুরসভা ভোটের আগে এখন কান পাতলেই শোনা যাচ্ছে পর্যালোচনা। এই প্রথম কলকাতা পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছে। কিন্তু বাম-কংগ্রেস তো আবার জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাদের কি কোনও সম্ভাবনা রয়েছে। নাকি ফের তৃণমূল!

কার দিকে পাল্লা ভারী এবার

কার দিকে পাল্লা ভারী এবার

ভোট বিশ্লেষকরা একে একে যুক্তি সাজিয়ে বুঝিয়ে দিলেন কার দিকে পাল্লা ভারী এবার পুরভোটে। অধিকাংশ বিশ্লেষকদের মত, তৃণমূল কংগ্রেস বিগত দুটি মেয়াদে কলকাতার উন্নয়নে যথেষ্ট কাজ করেছে। ১০ বছরে কাজের নিরিখে তৃণমূল কংগ্রেসকে বিট করার জায়গায় নেই বিজেপি বা বাম-কংগ্রেস কেউই।

উন্নয়ন যদি মাপকাঠি হয়

উন্নয়ন যদি মাপকাঠি হয়

অর্থাৎ উন্নয়ন যদি মাপকাঠি হয় ড্যাংডেঙিয়ে বেরিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। বিজেপি যতই চ্যালেঞ্জার হয়ে উঠে আসুক, তৃণমূলের টিকিও ছুঁতে পারবে না। আর বাম-কংগ্রেসের যেরকম দৈনদশা, তারাও পারবে না তৃণমূল কংগ্রেসকে হারাতে। ভোট বিশ্লেষকদের মত, টালিগঞ্জ-যাদবপুর এলাকায় কয়েকটি আসনে জিতলেও পুরসভার লড়াই হবে মূলক তণমূল বনাম বিজেপির।

যদি মূল ইস্যু হয় সিএএ

যদি মূল ইস্যু হয় সিএএ

এবার কলকাতার ভোটে মূল ইস্যু হবে নাগরিকত্ব সংশোধনী আইন। কলকাতার রায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষেই সম্ভবত যেতে চলেছে। অর্থাৎ ইস্যুভিত্তিক লড়াইয়েও বিজেপি এবার তৃণমূলকে হারানোর জায়গায় আসতে পারবে না। কেন্দ্রের সিএএ বুমেরাং হবে বিজেপির পক্ষে। রায় যাবে তৃণমূলের অনুকূলে।

মুসলিম ভোট ফ্যাক্টর

মুসলিম ভোট ফ্যাক্টর

কলকাতায় ৩১ শতাংশ মুসলিম ভোটার রয়েছে। এই ভোটের অধিকাংশই তৃণমূলের দিকে যাবে। কিছু ভোট যাবে বাম-কংগ্রেসের দিকে। আর সামান্য ভোট পাবে বিজেপি। এই প্রবণতা থাকবে অন্য পুরসভাভোটেও। তাই বিজেপি আখেরে লাভ করতে পারবে না। তারপর তাঁরা রাজনৈতিকভাবেও বিধ্বস্ত।

বিজেপির রাজনৈতিক অবস্থান

বিজেপির রাজনৈতিক অবস্থান

লোকসভা ভোটের পর বিগত চারটি বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করতে পারেনি। আঞ্চলিক দলের কাছে তাদের হার স্বীকার করতে হয়েছে। তিনটি রাজ্যের মধ্যে দুটি রাজ্য হারাতে হয়েছে। একটি রাজ্যে কোনওরকমে ক্ষমতা দখলে রেখেছে বিজেপি। আর সম্প্রতি দিল্লির ভোটে কোনও প্রভাবই বিস্তার করতে পারেনি।

বাম-কংগ্রেস জোট হলে

বাম-কংগ্রেস জোট হলে

তারপর বাম-কংগ্রেস জোট হলে তা বিজেপিতে চয়ে যাওয়া ভোট কিছুটা হলেও কামব্যাক করতে পারে তাদের বাক্সে। সেটা যদি হয়, তাতে মঙ্গল হবে তৃণমূলের। বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। তার ফায়দা তুলবে তৃণমূল। আরও সহজ হবে জয়। আবার একটা কথা প্রযোজ্য যে বাম ও কংগ্রেসের গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে।

English summary
Who can win in Kolkata Municipal corporation election in 2020. Analysts says TMC is in advantage position in KMC election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X