For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে মৎস্যজীবী, নদীবক্ষে বাঘে-মানুষে জোর লড়াই

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের মুখে পড়লেন এক মৎস্যজীবী। তাঁকে উদ্ধার করতে বাঘে-মানুষে তীব্র লড়াই হল নদীবক্ষেই।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ ২৪ পরগনা, ২১ জানুয়ারি : কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের মুখে পড়লেন এক মৎস্যজীবী। তাঁকে উদ্ধার করতে বাঘে-মানুষে তীব্র লড়াই হল নদীবক্ষেই। মানুষের সম্মিলীত প্রয়াসে পিছু হটল বাঘ। গুরুতর আহত অবস্থায় মৎস্যজীবীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে এসএসকেএমে রেফার করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বাঘের হাআয় গুরুতর আহত মৎস্যজীবী বদ্রুজা মল্লিক। বাবা-কাকাদের সঙ্গে কাঁকড়া ধ*তে গিয়েছিল সুন্দরবনের নদীতে। নৌকায় মোট ছ'জন ছিল। তখন আচমকা একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে নৌকার উপর। নদীতে পড়ে যায় বদ্রুজা। বাঘের থাবায় তাঁর মাথা, কান, ঘাড়ে আঘাত লাগে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন বদ্রুজার পরিজনরা।

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে মৎস্যজীবী, নদীবক্ষে বাঘে-মানুষে জোর লড়াই


সম্বিৎ ফিরতেই তাঁরা সম্মিলীতভাবে ঝাঁপিয়ে পড়ে বাঘটির উপর। শুরু হয় বাঘের সঙ্গে খণ্ডযুদ্ধ। কাঁকড়া ধরার শিক দিয়ে বাঘের উপর আক্রমণ করে তাঁরা। নদীতে নেমে বাঘের সঙ্গে যুদ্ধ করে বদ্রুজাকে উদ্ধার করতে সমর্থ হয় তাঁরা। পাল্টা আক্রমণের মুখ পড়ে জঙ্গলে ফিরে যেতে বাধ্য হয় বাঘ। বদ্রুজার অবস্থা আশঙ্কাজনক। কোনওরকমে নৌকায় করে পাড়ে নামানো হয় তাঁকে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এসএসকেএমে ভর্তি তিনি।
English summary
While catching crab, fishermen attacked by Tiger in Sundarban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X