For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার কোন এলাকা থেকে সবচেয়ে বেশি NOTA ভোট পড়ল! দেশের 'নোটা' পরিসংখ্যান একনজরে

নোটা শব্দের সম্পূর্ণ অর্থ 'নান অফ দ্য অবাভ' , অর্থাৎ উপরে উল্লিখিত কোনও প্রার্থীকেই ভোট নয়। আর এমন ভাবধারায় ফের একবার আস্থা রেখেছেন দেশের বহু মানুষ।

  • |
Google Oneindia Bengali News

নোটা শব্দের সম্পূর্ণ অর্থ 'নান অফ দ্য অ্যাবাভ' , অর্থাৎ উপরে উল্লিখিত কোনও প্রার্থীকেই ভোট নয়। আর এমন ভাবধারায় ফের একবার আস্থা রেখেছেন দেশের বহু মানুষ। উত্তরপূর্বের অসম থেকে মহারাষ্ট্র , সমস্ত দিকেই একটা তাৎপর্যপূর্ণ সংখ্যক মানুষ 'নোটা'কে বেছে নিয়েছেন ।

বাংলায় সবচেয়ে বেশি নোটা কোথায়?

বাংলায় সবচেয়ে বেশি নোটা কোথায়?

বাংলার নিরিখে সবচেয়ে বেশি নোটায় ভোট দিয়েছেন হুগলীর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা। সেখানে ১৯ হাজার ৯৫৯ জন ভোটার নোটাকে বেছে নিয়েছেন। শতাংশের বিচারে ১.৪৭ শতাংশ মানুষ , না তৃণমূল, না বিজেপি , না সিপিএম বা কংগ্রেস , কোনও দিকেই ঝুঁকতে চাননি। গত ২০১৪ সালের লোকসভা ভোটে এই আসনে ১৫,৩৭৪ টি ভোট নোটার সমর্থনে পড়েছিল। যদিও এই কেন্দ্র থেকে তৃণমূলের কল্যাঁ বন্দ্যোপাধ্যায় আগের বারের মতো এবারেও জিতেছে। তবে নোটার ভোট সংখ্যা ফের একবার রাজ্যের মেরুকরণের রাজনীতির মধ্যে প্রাসঙ্গিক হয়ে উঠছে।

অসমে ১.৮ লাখ ভোটার নোটার সমর্থনে

অসমে ১.৮ লাখ ভোটার নোটার সমর্থনে

বিজেপি শাসিত অসমে উল্লেখ্য়যোগ্যভাবে বেড়ে গিয়েছে নোটার সমর্থনে ভোট। সেখানে প্রায় ১ লাখ ৭৮৩৫৩ হাজার ভোট পড়েছে নোটার সমর্থনে। যা ২০১৪ ভোটের তুলনায় ৩১,২৯৬ টি ভোট বাড়িয়ে দিয়েছে নোটার সমর্থনে। অসমে সবচেয়ে বেশি নোটির সমর্থনে ভোট পড়েছে ডিব্রুগড় থেকে। এনআরসি পরবর্তী সময়ে বিজেপি শাসিত অসমেও এই ভোট পরিসংখ্যান ভাবাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের।

দেশের মধ্যে সবচেয়ে বেশি নোটা কোথায়?

দেশের মধ্যে সবচেয়ে বেশি নোটা কোথায়?

দেশের মধ্যে সবচেয়ে বেশি 'নোটা'য় ভোট দিয়েছে বিজেপি জোট শাসিত বিহার। সেখানে মোট৮ লাখ ভোটর নোটার পক্ষে ভোট দিয়েছেন। বিহারের গোপালগঞ্জ এলাকায় সবচেয়ে বেশি ভোট পড়েছে নোটা-র পক্ষে। বিহারের একাধিক পশ্চম চম্পারন,জামুইয়ের মতো এলাকা থেকে তাৎপর্যপূর্ণ ভোট দিয়েছে নোটার পক্ষে।

English summary
Which seat Of West Bengal gets highest percentage of NOTA Votes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X