এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি! কী করবেন আর কী করবেন না, গুরুত্বপূর্ণ কিছু তথ্য একনজরে
সোমবারের মধ্যে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে (severe cyclone) পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় অশনি (cyclone asani)। যার জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। এছাড়াও উপকূল এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে।


রিকার্ভ হয়ে ওড়িশা উপকূলের সমান্তরাল পথে যাবে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০ মে উত্তর অন্ধ্র উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে গিয়ে ঘূর্ণিঝড় অশনি রিকার্ভ হতে ওড়িশা উপকূলের সমান্তরাল পথে যেতে শুরু করবে। আপাতত এর ল্যান্ডফলের সম্ভাবনা নেই। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা পরিস্থিতির ওপরে নজর রাখছেন।

ওড়িশায় প্রায় ৭.৫ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়ার বন্দোবস্ত
ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় ওড়িশায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ব্যবস্থা নিয়ে শুরু করেছে। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ জেনা বলেছেন, ঘূর্ণিঝড়ের কারণে জরুরি পরিস্থিতি দেখা দিলে ১৮ টি জেলার অন্তত ৭.৫ লক্ষ মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার বন্দোবস্ত রাখা হয়েছে। এছাড়াও মৎস্যজীবী এবং পর্যটকদের সমুদ্র থেকে দূরে রাখার কথাও বলা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বাংলার উপকূল এলাকায় সরকারি তরফে প্রচার শুরু টহয়েছে।

ঘূর্ণিঝড়ের আগে কী করবেন, কী করবেন না
- ঘূর্ণিঝড় নিয়ে গুজব এবং অসমর্থিত তথ্য উপেক্ষা করুন।
- আবহাওয়া সরকারি আপডেটের জন্য টিভি, রেডিও দেখুন-শুনুন। এব্যাপারে সংবাদপত্র কিংবা সংবাদ মাধ্যমও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
- মোবাইল সংযোগ সবসময় নিশ্চিত করতে মোবাইল ফোনে চার্জ থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে এসএমএস ব্যবহার করতে হবে।
- নথিপত্র এবং মূল্যবান জিনিসপত্র ওয়াটার প্রুফ পাত্রে রাখতে হবে।
- নিরাপত্ত ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র-সহ একটি জরুরি কিট তৈরি রাখতে হবে।
- ঝড়ের আগে ঘর সারাতে হবে, যাতে ঝড়ের সময় বেশি ক্ষতি না হয়। দেখতে হবে, ঘরের মধ্যেই যাতে কোনও ধারালো বস্তু আলগাভাবে না থাকে।
- যদি কেউ মনে করেন, নিজের বাড়ি ঘূর্ণিঝড়ে ক্ষতি হতে পারে, তাহলে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে।
- মৎস্যজীবীদের রেডিওসেটে অতিরিক্ত ব্যাটারি রাখতে হবে। পাশাপাশি নৌকাকে নিরাপদ জায়গায় বেঁধে রাখতে হবে। আবহাওয়া দফতরের নির্দেশিকা অমান্য করে সমুদ্রে যাওয়া উচিত হবে না।

ঘূর্ণিঝড়ের সময় ও পরে কী করবেন, কী করবেন না
- বিদ্যুতের মেন লাইন এবং গ্যাসের লাইন বন্ধ রাখতে হবে।
- বাড়ির দরজা-জানলা বন্ধ রাখতে হবে।
- জলের সংক্রমণ এড়াতে তা ফুটিয়ে খেতে হবে কিংবা ক্লোরিন যুক্ত জল খেতে হবে।
- ঘূর্ণিঝড়ের সতর্কতার বিষয়ে অফিসিয়াল আপডেটে নজর রাখাটা জরুরি, দরকারে রেডিও শুনতে হবে।
- যেসব বাড়ি আগে থেকেই ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, সেখানে প্রবেশ করা যাবে না।
- বিদ্যুতের খুঁটি কিংবা অন্য কোনও ধারালো বস্তু থেকে দূরে থাকতে হবে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি! বাংলার উপকূলে 'বাড়ল' আবহাওয়া দফতরের সতর্কতা