For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার উপকূলমুখী 'সিতরাং'! ঘূর্ণিঝড়ের বেগ কবে কোন সময় কেমন হতে পারে, আবহাওয়া দফতরের পূর্বাভাস

উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি শুক্রবার একই জায়গায় অবস্থান করলেও, তা পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২

  • |
Google Oneindia Bengali News

উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি শুক্রবার একই জায়গায় অবস্থান করলেও, তা পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২২ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে এবং ২৩ অক্টোবর নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পরবর্তী সময়ে তা বাঁক নেবে বলে মনে করছেন আবহবিদরা। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে ও পরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ঝড়ের বেগ হয়। তারই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড়ের বেগ কখন, কোথায়, কেমন

ঘূর্ণিঝড়ের বেগ কখন, কোথায়, কেমন

এদিন নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। সেই সময় সর্বোচ্চ বেগ পৌঁছতে পারে ঘন্টায় ৬৫ কিমি। ২৩ অক্টোবর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সময় এর বেগ হতে পারে ঘন্টায় ৭৫ কিমি। ২৪ অক্টোবর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে প্রথনে তার বেগ থাকতে পারে ঘন্টায় ৮৫ কিমি। তারপর তা বেড়ে হতে পারে ঘন্টায় ১০০ কিমি। ২৫ অক্টোবর শুরুতেই ঘূর্ণিঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ১০০ কিমি। তবে ঘূর্ণিঝড় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে তার বেগ দিয়ে দাঁড়াতে পারে ঘন্টায় ১১০ কিমিতে। সেদিনই স্থলভাগে আছড়ে পড়ার পরে ঝড়ের বেগ দাঁড়াতে পারে ঘন্টায় ১০৫ কিমি।

২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ -বাংলাদেশ উপকূলে

২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ -বাংলাদেশ উপকূলে

আবহাওয়া দফতর জানিয়েছে ২৫ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড় ওড়িশার উপকূল ঘেঁষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের অনুমান ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে বাঁক নেওয়ার পরে ২৪ অক্টোবর নাগাদ তা পশ্চিম-মঘ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ওড়িশা উপকূল ছুঁয়ে যাবে।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪-এর পাশাপাশি ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এইসব এলাকার মধ্যে কোনও কোনও জায়গায় ওই সময়ের মধ্যে আবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও জানি করা হয়েছে। বলা হয়েছে ২৪ অক্টোবর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ঘন্টায় সর্বোচচ ৯০ কিমি পর্যন্ত হতে পারে। পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর ঝড়ের বেগ সর্বোচ্চ ঘন্টায় ১১০ কিমি পর্যন্ত দতে পারে।
আবহাওয়া দফতরের তরফে ২৪ ও ২৫ অক্টোবর উপকূল এলাকায় সব ধরনের নির্মাণ কাজ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

English summary
What will be the speed of cyclone sitrang at different times from 22 to 26 October, says Weather office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X