For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শান্তিকুঞ্জে যাবে বঙ্গজননী বাহিনী, কী বললেন শুভেন্দু অধিকারী

শান্তিকুঞ্জে যাবে বঙ্গজননী বাহিনী, কী বললেন শুভেন্দু অধিকারী

Google Oneindia Bengali News

'প্রত্যেকটা জিনিসেরই সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে।' শান্তিকুঞ্জে বঙ্গজননী বাহিনীর পরিকল্পনা নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিলেন নন্দীগ্রামের বিধায়ক। কয়েকদিন আগে শান্তিকুঞ্জে গেট ওয়েল কার্ড এবং ফুল নিয়ে জমায়েত করেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তারপরে সরাসরি আদলতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশে এখন শান্তিকুঞ্জের সামনে জমায়েত করায় নিষেধ। কিন্তু তাতে দমতে রাজি নয় শাসক দল। শুভেন্দুর ডেরায় হানা দিতে নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছে শাসক দল।

তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি শুভেন্দু

তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি শুভেন্দু

পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীকে টার্গেট করে ময়দানে নেমেছে শাসক দল। মেদিনীপুরের দায়িত্ব েদওয়া হয়েছে কুণাল ঘোষকে। দায়িত্ব পাওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা কৌশলে ময়দানে নেমেছেন তিনি। নন্দীগ্রামে শুভেন্দুর আধিপত্য খর্ব করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। তার মাঝেই আবার বঙ্গজননী বাহিনী শুভেন্দু অধিকারীর বাড়ি থেকেই শুরু করার বার্তা দিয়েছেন কুণাল ঘোষ। তার পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন ,'প্রত্যেকটা জিনিসেরই সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে।'

 কী বললেন শুভেন্দু অধিকারী

কী বললেন শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী বলেছেন, 'ওরা বরাবরই আমার বাড়িকেই টার্গেট করে। যেহেতু ওখানে আমার বৃদ্ধ বাবা মা থাকেন। আমাকে তো কিছু করতে পারে না। যার যেমন সংস্কৃতি সে তেমনই করবে। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। গত দেড় বছর মমতা বন্দ্যোপাধ্যায় হারার পর থেকে তাদের লক্ষ্য আমার হোমটাউন। আমার কলকাতায় থাকারও জায়গা আছে। থাকিও অধিকাংশ দিন। আমি বাড়িতে থাকি না। আমার বৃদ্ধ বাবা-মা থাকেন। আমার ভাইপো-ভাইঝিরা থাকে। তাঁদেরকে টার্গেট করে যাঁরা এ সব করে, তাঁদের কৃষ্টি-সংস্কৃতি বাংলার লোক দেখবে। তথাকথিত বুদ্ধিজীবীরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। তাঁরা দেখুন। কুকুর মানুষের পায়ে কামড়ায়। মানুষ কখনও কুকুরের পায়ে কামড়ায় না।'

কী পরিকল্পনা তৃণমূেলর

কী পরিকল্পনা তৃণমূেলর

পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করতে পরিকল্পনায় কোনও কসুর রাখছে না শাসক দল। দায়িত্ব নেওয়ার পরের দিনই নন্দীগ্রামে শোরগোল ফেলে দিয়েছিলেন কুণাল ঘোষ। রবিবার সকালে চায়ের কাপ হাতে নিয়ে তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে নিয়ে তাঁর বিশেষ পরিকল্পনার কথা শুনিয়েছেন কুণাল ঘোষ। মহিলাদের ভোট টানতে এই বঙ্গজননী বাহিনীকে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ির মহিলাদের কাছে পৌঁছে যাওয়ার কথা বলেছেন তিনি। শান্তিকুঞ্জে দিব্যেন্দু অধিকারীর স্ত্রীর স্ত্রীতে দিেয়ই এই কর্মসূচি শুরু করার বার্তা দিয়েছেন তিনি।

মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঁশিয়ারি

মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঁশিয়ারি

রবিবার ঠাকুরনগরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে তিনি ফের ডিসেম্বর বার্তা দিয়েছেন। তাতে বলেছেন ডিসেম্বরে বড় ডাকাত ধরা পড়বে বলে বার্তা দিয়েছেন তিনি। যদিও সরকার ফেলার কথা িতনি বলতে নারাজ। শুভেন্দু অধিকারী দাবি করেছেন গণতান্ত্রিক উপায়ে জিতে আসবে বিজেপি। এদিকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিেয়ছেন কুণাল ঘোষ।

English summary
Suvendu Adhikary Target TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X