For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার নেপথ্যে কি মেট্রোর কাজ! কী বলছে মেট্রো কর্তৃপক্ষ

বিবৃতি দিয়ে মেট্রো রেল জানিয়ে দিল, মেট্রো রেলের কাজের সঙ্গে মাঝখান থেকে ভেঙে পড়া ব্রিজের কোনও সম্পর্ক নেই। যার অর্থ সরাসরি সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে অনেকে যখন রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করছেন, রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন, তখন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ অনেকে মেট্রো রেলের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। পুরোপুরি মেট্রো রেলকে দোষারোপ না করলেও পুরমন্ত্রীর বক্তব্য ছিল, অনেকদিন ধরে ব্রিজের গা ঘেঁষেই মেট্রোর কাজ চলছিল। ফলে বেশি খোঁড়াখুঁড়ির ফলে মাটি আলগা হয়ে গিয়েছিল। সেই কারণে দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা বলতে পারবেন বলেও দাবি করেছেন ফিরহাদ হাকিম।

মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার নেপথ্যে কি মেট্রোর কাজ!

এর প্রেক্ষিতে বিবৃতি দিয়ে মেট্রো রেল জানিয়ে দিল, মেট্রো রেলের কাজের সঙ্গে মাঝখান থেকে ভেঙে পড়া ব্রিজের কোনও সম্পর্ক নেই। যার অর্থ সরাসরি সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তার স্বপক্ষে মেট্রো রেলের তরফে যুক্তিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ব্রিজের দুটি থামের মাঝখানের অংশ ভেঙে পড়েছে। যদি মেট্রোর কাজের জন্য মাটি আলগা হতো বা অন্য কোনও ক্ষতি হতো তাহলে ব্রিজের থামগুলি ক্ষতিগ্রস্ত হতো, ভেঙে পড়তো। তবে এক্ষেত্রে মাঝখানের রাস্তা ভেঙে পড়েছে। দুদিকে থামই এই যুক্তিকে সমর্থন করছে বলে দাবি করা হয়েছে।

এদিকে নির্মাণ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, দীর্ঘ কয়েক দশকের পুরনো ব্রিজ হওয়ায় এটির কলকব্জাতে মরচে ধরেছিল। যার ফলে উপরের অংশ ধরে রাখার যে প্লেট তা ক্ষয়ে গিয়ে তা নিচে ভেঙে পড়ে গিয়েছে। এই অবস্থায় ফরেনসিক বিশেষজ্ঞদের তদন্তের পরই আসল কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

English summary
What Metro Railways has to say on Majerhat Bridge collapse incident in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X