For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যুর পর সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ডটি কি হয় জানেন? রইল সেই গুরুত্বপূর্ণ তথ্য

খুব গুরুত্বপূর্ণ একটি নথি আধার কার্ড। নাগরিকত্বের প্রমাণ সহ সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নথি একটি। শুধু তাই নয়, প্যান কার্ড তৈরি থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা সহ সমস্ত ক্ষেত্রে আধার বাধ্যতামূলক

  • |
Google Oneindia Bengali News

খুব গুরুত্বপূর্ণ একটি নথি আধার কার্ড। নাগরিকত্বের প্রমাণ সহ সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নথি একটি। শুধু তাই নয়, প্যান কার্ড তৈরি থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা সহ সমস্ত ক্ষেত্রে আধার বাধ্যতামূলক। এমনকি সরকারি কোনও ভর্তুকি দিতে গেলেও প্রয়োজন হয় আধার কার্ডের।

পাশাপাশি সরকারি কোনও স্কিমের সুবিধা পেতে গেলেও প্রয়োজন হয় আধার তথ্যের। জীবনে প্রতি মুহূর্তে চলার কাজে প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ এই নথি। কিন্তু কখনও ভেবে দেখেছেন কখনও মৃত্যু হলে আপনার এই গুরুত্বপূর্ণ সরকারি নথির আদৌতে কি হয়?

সরকারের খাতা থেকে কি আধারের সমস্ত তথ্য কি বাদ চলে যায়? এক্ষেত্রে কি যার মৃত্যু হচ্ছে তাঁর পরিবারের কারোর কোনও কাজ করার থাকে? হ্যাঁ এমন প্রশ্ন আসটা স্বাভাবিক।

আর এই সমস্ত প্রশ্ন উঠতেই কেন্দ্রের তরফ থেকে বিস্তারিত ভাবে জবাব দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স এবং ইনফোরমেশন টেকনোলজির মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই সংক্রান্ত সমস্ত তথ্যের উত্তর দিয়েছেন সংসদে।

 Aadhaar কার্ড এভাবে deactivate হয় না!

Aadhaar কার্ড এভাবে deactivate হয় না!

ইলেকট্রনিক্স এবং ইনফোরমেশন টেকনোলজির মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে এই বিষয়ে সংসদে জিজঙ্গাস করা হয়। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছেন, কোনও ব্যক্তির মৃত্যুর পর এভাবে আধার কার্ড কখনও এভাবে deactivate কিংবা বন্ধ হয়ে যায় না। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নিয়ম তৈরি হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে, আধার নম্বর বাতিল হয়ে যাওয়ার কোনও ব্যবস্থা হয়নি। বিভিন্ন উদাহারণ তুলে ধরে চন্দ্রশেখর জানিয়েছেন, রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া জন্ম এবং মৃত্যু registration act, ১৯৬৯ সংশোধনের ড্রাফটের উপর UIDAI তরফে সাজেশন চাওয়া হয়েছিল। যাতে Death Certificate জারি করার সময়ে আধার কার্ডটিও বাতিল করে দেওয়া যেতে পারে।

আধার কার্ডের সঙ্গে ডেথ সার্টিফিকেট লিঙ্ক করানোর ভাবনা

আধার কার্ডের সঙ্গে ডেথ সার্টিফিকেট লিঙ্ক করানোর ভাবনা

(Link Aadhaar with Death Certificate)দেশে জন্ম এবং মৃত্যুর সংখ্যা কত সেটা বার্থ এবং ডেথ রেজিস্টারে নথিভুক্ত থাকে। ব্যক্তির মৃত্যুর পর রেজিস্টার থেকে ওই মৃত ব্যক্তির নম্বর উড়িয়ে দেওয়ার এখনও কোনও মেকানিজম নেই। তবে এই বিষয়ে কাজ চলছে। খুব শীঘ্রই হয়তো আধার নম্বর শেয়ার করার ক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে যাবে। রেজিস্টার মৃতের আধার নম্বর সঙ্গে সঙে বন্ধ করার জন্যে UIDAI -কে তথ্য পাঠিয়ে দেবে। আধার কার্ডটি পাকাপাকিভাবে বন্ধ করার জন্যে আগামিদিনে Death Certificate-এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর ভাবনা রয়েছে। যাতে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর ওই আধার কার্ড নিয়ে কোনও অসাধু কাজ করা না হয় সেদিকে তাকিয়ে এমন ভাবনা চিন্তা কেন্দ্রীয় সরকারের।

জানা গিয়েছে, সবটাই এখনও ভাবনা চিন্তার মধ্যে রয়েছে।

আধার কার্ড হারিয়ে গেলে কি করবেন

আধার কার্ড হারিয়ে গেলে কি করবেন

দি আপনার আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা আপনার এনরোলমেন্ট নম্বর মনে করতে না পারেন, তাহলে mAadhar App-এর মাধ্যমে অথবা uidai.gov.in-তে গেলেই হয়ে যাবে মুশকিল আসান। আপনি যদি uidai.gov.in-তে যান তাহলে প্রথমেই ওয়েবসাইটের হোমপেজে থাকা মাই আধার ট্যাবে আধার সার্ভিসের অধীনে হারিয়ে যাওয়া UID/EID ফিরে পাওয়ার অপশনটি ক্লিক করুন। এবার 'Retrieve Lost UID/EID' অপশনটি বেছে নিন। তাহলেই হয়ে যাবে প্রাথমিক কাজ।

English summary
What happened to adhaar card after death, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X