For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বনধ ঠেকাতে কতটা প্রস্তুত প্রশাসন, কী ব্যবস্থা কলকাতায়

ইসলামপুরে ছাত্রমৃত্যুর প্রতিবাদে বনধ ডেকেছে রাজ্য বিজেপি। সেই বনধ ঠেকাতে প্রশাসন একেবারে প্রস্তুত হয়ে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ইসলামপুরে ছাত্রমৃত্যুর প্রতিবাদে বনধ ডেকেছে রাজ্য বিজেপি। সেই বনধ ঠেকাতে প্রশাসন একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। মোট ৪ হাজার বাহিনীকে তৈরি রাখা হয়েছে। শহর জুড়ে ২১জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দেবেন। এছাড়া এসিপি পদমর্যাদার অফিসাররাও থাকবেন।

বিজেপির বনধ ঠেকাতে কতটা প্রস্তুত প্রশাসন

বনধের দিন শহরের বিভিন্ন বাজার, অফিস চত্বর, বাস ডিপো, ফেরি ঘাট, মেট্রো ও ট্রেন স্টেশন মিলিয়ে ৪২৭টি জায়গায় পুলিশ পিকেটের ব্যবস্থা করা হয়েছে। ডিভিশনাল মোবাইল থাকবে ২৫টা এবং এঅচআরএফএস থাকবে ২৫টা বলে জানা গিয়েছে।

প্রত্যেকটি ডিভিশনে বনধ সামাল দিতে অতিরিক্ত বাহিনী মজুত থাকবে। যে কোনও পরিস্থিতিতে তাঁরা ঝাঁপিয়ে পড়বেন। এছাড়া র‌্যাফ ও অন্য বাহিনীও প্রস্তুত থাকবে।

এদিন সাংবাদিক সম্মেলনে কলকাত পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার জানান, জনজীবন সচল রাখতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে। কোনওরকম বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বরদাস্ত করা হবে না।

প্রসঙ্গত, ইসলামপুরের ঘটনার পর রাজ্য সরকার উল্টে বিজেপিকে আক্রমণ করেছে। রাজ্যে সাম্প্রদায়িকতা পরিবেশ তৈরি করে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বনধের বিরোধিতায় রাজ্য সরকার যে প্রথম থেকেই রয়েছে, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। ফলে বুধবার বনধ ব্যর্থ করতে জনজীবন সচল রাখার চেষ্টা সরকারি তরফে করা হবে।

English summary
What arrangements are done by Kolkata police to prevent Bandh called by BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X