
ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যেন কাটতেই চাইছে না। যার জন্যই রাজ্যে মেঘলা আকাশ। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার থেকে তীব্র হবে শীতের আমেজ। তবে পশ্চিমের বেশ কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। রবিবারের থেকে সোমবার কলকাতার তাপমাত্রা কমেছে সামান্যই।

পশ্চিমী ঝঞ্ঝায় আটকে শীত
পশ্চিমী ঝঞ্ঝায় আটকে শীত এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হাল্কা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

সপ্তাহের4 মাঝামাঝি নামবে তাপমাত্রা
আবহাওয়া দফতর জানাচ্ছে, জাঁকিয়ে শীত পড়তে আরও অপেক্ষা করতে হবে। সপ্তাহের মাঝামাঝি শীত পড়তে পারে বলে আশা আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৬.৭
বাঁকুড়া ১৭.৬
ব্যারাকপুর ১৭.১
বর্ধমান ১৬.৮
ক্যানিং ১৭.৪
কাঁথি ১৫.৫
কোচবিহার ১১.২
দার্জিলিং ৪.৪
ডায়মন্ডহারবার ১৭.২
দিঘা ১৬.৯
কৃষ্ণনগর ১৭
মালদহ ১৭.১
পুরুলিয়া ১৬
শিলিগুড়ি ৯.১
শ্রীনিকেতন ১৭