For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ আরও এক জেলা পাচ্ছে পশ্চিমবঙ্গ, বর্ধমান ভেঙে দু’ভাগ— পূর্ব ও পশ্চিম

আজ আরও একটা জেলা পাচ্ছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে আসানসোলের। তবে আসানসোল নামে নয়, পশ্চিম বর্ধমান নামেই রাজ্যের মানচিত্রে জায়গা করে নেবে নয়া জেলা।

Google Oneindia Bengali News

বর্ধমান, ৭ এপ্রিল : আজ আরও একটা জেলা পাচ্ছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে আসানসোলের। তবে আসানসোল নামে নয়, পশ্চিম বর্ধমান নামেই রাজ্যের মানচিত্রে জায়গা করে নেবে নয়া জেলা।

একমাসের মধ্যেই কালিম্পং, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলার আবির্ভাবে রাজ্যের জেলা সংখ্যা পৌঁছে যাচ্ছে ২০ থেকে ২৩-এ।

আরও এক জেলা, বর্ধমান ভেঙে দু’ভাগ— পূর্ব ও পশ্চিম

বর্ধমান ভাগ হয়ে যাচ্ছে দু'টি ভাগে। ইতিমধ্যেই দুই বর্ধমানের সীমানাও নির্ধারণ হয়ে গিয়েছে। বর্ধমান নাম অস্তিত্ব হারাচ্ছে এদিনের পর থেকে। এরপর থেকে বর্ধমানের পরিচতি হবে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান নামে। পুরনো বর্ধমান জেলার দুর্গাপুর ও আসানসোল- দুই মহকুমাকে নিয়ে নতুন জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। আর বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, কালনা, কাটোয়া চারটি মহকুমা নিয়ে বর্ধমানের নাম হয়ে যাচ্ছে পূর্ব বর্ধমান।

নতুন জেলার জনসংখ্যা প্রায় ২৯ লক্ষ। মোট ১০টি বিধানসভা নিয়ে গঠিত নয়া জেলা পশ্চিম বর্ধমান। আটটি ব্লক থাকছে এই জেলায়। দুর্গাপুর মহকুমার অন্তর্গত কাঁকসা, দুর্গাপুর-ফরিদপুর, পাণ্ডবেশ্বর ও অণ্ডাল এবং আসানসোল মহকুমার রানিগঞ্জ, জামুরিয়া, বারাবনি ও আসানসোল ব্লক পশ্চিম বর্ধমানে পড়েছে। উল্টোদিকে পূর্ব বর্ধমানে থাকছে ২৩টি ব্লক।

English summary
West Burdwan dubut as 23rd district, Old Burdwan divided in two
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X