For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কলকাতায় কেউ ফিরতে চাইছেন না, এটা বিশ্বাসযোগ্য?', বন্দে ভারত নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে কেন্দ্র রাজ্য তরজা প্রথম থেকেই তুঙ্গে। রাজনীতির আবহে ক্রমাগত সেই পারদ চড়ছে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে মোদীর সামনেই মমতা বলেছিলেন ,এই সংকটকালে কেন্দ্রের রাজনীতি করা উচিত নয়। এরপর পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে নিরপেক্ষতার অভাবের অভিযোগ তোলেন। জবাবও আসে দিল্লি থেকে।

'কলকাতায় কেউ ফিরতে চাইছেন না, এটা বিশ্বাসযোগ্য?'

'কলকাতায় কেউ ফিরতে চাইছেন না, এটা বিশ্বাসযোগ্য?'

'স্বরাষ্ট্রমন্ত্রক কি এটা বিশ্বাস করতে বলছে যে জর্জিয়া থেকে গুজরাতে আসার জন্য প্রচুর মানুষ রয়েছেন, আর কলকাতায় কেউ আসতে চাইছেন না?' টুইটে এই ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পার্থর তোপ

পার্থর তোপ

'মিথ্যেবাদী বিজেপি' হ্যাশট্যাগ দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইটে জানান, কাজাখিস্তান থেকে বিহারে মানুষ আসতে চাইছেন, অথচ বাংলায় কেউ ফিরতে চাইছেন না! এমন কথা কীভাবে বিশ্বাস করা যায়? তিনি প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, বন্দে ভারত মিশনে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা নিয়ে এভাবেই কেন্দ্র রাজ্য পারদ তুঙ্গে উঠেছে।

কেন্দ্রের পাল্টা জবাব

কেন্দ্রের পাল্টা জবাব

কেন্দ্রের তরফে পাল্টা জবাবে বলা হয়েছে, কোনও রাজ্যের মধ্যে ভেদাভেদ করে না কেন্দ্র। স্বরাষ্ট্র সচিব অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ভারত সরকারের বন্দে ভারত মিশন আটকে পড়া ভারতীয়দের জন্যই। এরমধ্যে পশ্চিমবঙ্গের মানুষরাও রয়েছেন। ৩৭০০ জন বিদেশ থেকে ভারতে আসার জন্য রেজিস্টার করেছেন।

 কেন্দ্রের বক্তব্য

কেন্দ্রের বক্তব্য

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্থলবন্দর দিয়েও প্রতিবেশী রাষ্ট্র থেকে ভারতীয়দের আনার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে মন্ত্রক সহায়তা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের দাবি, এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

আর্থিক প্যাকেজ নিয়ে তৃতীয় দফায় সাংবাদিকদের মুখোমুখি অর্থমন্ত্রী সীতারমন! কী হবে আজকের অ্যাজেন্ডা?আর্থিক প্যাকেজ নিয়ে তৃতীয় দফায় সাংবাদিকদের মুখোমুখি অর্থমন্ত্রী সীতারমন! কী হবে আজকের অ্যাজেন্ডা?

English summary
West Bnegal centre clash over Vande Bharat mission , mea replies Partha Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X