For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামদ্রোহী হলে বাংলায় জায়গা হবে না, সিএএ-র পক্ষে সওয়াল করে মালদহের গাজোল থেকে বার্তা যোগীর

রামদ্রোহী হলে বাংলায় জায়গা হবে না, সিএএ-র পক্ষে সওয়াল করে মালদহের গাজোল থেকে বার্তা যোগীর

Google Oneindia Bengali News

বাংলাদেশি উদ্বাস্তুদের জন্যই সিএএ তৈরি হয়েছে। তাহলে কেন বাংলায় এই আইনের বিরোধিতা করা হচ্ছে। প্রান্তিক জেলা মালদহের সভা থেকে ফের সিএএ-র পক্ষে সওয়াল করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জয়শ্রীরাম স্লোগান প্রসঙ্গ টেনে এনে বলেছেন। যাঁরা রামদ্রোহী তাঁদের বাংলায় কোনও জায়গা হবে না।

 রামদ্রোহীদের বার্তা

রামদ্রোহীদের বার্তা

মালদহের গাজোলে সভা মঞ্চ থেকে জয় শ্রীরাম স্লোগানের প্রসঙ্গ তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি অভিযোগ করেছেন জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা করা হচ্ছে বাংলায়। রাম ছাড়া ভারত অচল
জীবনের সব কাজে রাম নাম করা হয়ে থাকে। শুভকাজের সূচনার রামনাম করা হয়। আবার অন্ত্যেষ্টি যাত্রাতেই রামনাম করা হয়। কাজেই রামের থেকে ভারতের কেউ নিজেরে দূরে রাখতে পারবেন না। যাঁরা রামদ্রোহী তাঁদের ভারতে কোনও ঠাঁই নেই। এমনকী রামদ্রোহীদের বাংলাতেও কোনও জায়গা হবে না মালদহের গাজোলের সভা থেকে একরকম হুঙ্কার দিয়েছেন যোগী আদিত্যনাথ।

বাংলায় অরাজকতা চলছে

বাংলায় অরাজকতা চলছে

বঙ্কিম চন্দ্রের জাতিয়বাদের কথা বলেছেন যোগী। তিনি বলেছেন বাংলা সবসময় পরিবর্তনের পথ দেখিয়েছে। বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম, আনন্দমঠ উপন্যাস ভারতের স্বাধীনতার পথ দেখিয়েছে। একসময় গোটা দেশকে দিশা দেখিয়েছে যেই বাংলা সেখানে এখন অরাজকতা চলছে। তুষ্টিকরণের রাজনীতি চলছে। বাংলার সেই হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে পারে একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। যা উত্তর প্রদেশে করে দেিখয়েছে বিজেপি। সেটা বাংলাতেও করে দেখাবে বিজেপি সরকার। বাংলার মানুষকে সেই পরবর্তনে শরিক হওয়ার বার্তা দিয়েছেন যোগী।

হিংসার ভূমি বাংলা

হিংসার ভূমি বাংলা

বাংলা এখন হিংসার ভূমি হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন যোগী। উত্তর প্রদেশও একসময় হিংসার ভূমি ছিল। সেখানে রামভক্তদের গুলি করে মারা হত। সেই উত্তর প্রদেশে এখন রামমন্দির তৈরি হচ্ছে। রাম রাজ্যে পরিণত হয়েছে উত্তর প্রদেশ। আর এই অসাধ্য সাধন করেছে বিজেপি সরকার। তাই বাংলায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হলে বিজেপি সরকার গড়তে হবে। যোগীও এদিন বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দিয়েছেন।

কেন্দ্রের প্রকল্পে বাধা

কেন্দ্রের প্রকল্পে বাধা

কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্যে চালু করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন যোগী আদিত্যনাথ। কিষাণ নিধি প্রকল্প থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথ। বাংলায় বিজেপি সরকার গড়লে কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাবেন বলে প্রতিশ্রুতি দিেয়ছেন যোগী। তাই মালদহের বাসিন্দাদের পরিবর্তনের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন যোগী।

English summary
West Bengsl Assembly Election 2021: Yogi Adityanath support CAA at Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X