For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির স্টিয়ারিং শক্ত হাতে, কাঁপে না, সোনারপুরে আনায়াসে স্কুটি চালিয়ে মমতাকে বোঝালেন স্মৃতি ইরানি

বিজেপির স্টিয়ারিং শক্ত হাতে, কাঁপে না, সোনারপুরে আনায়াসে স্কুটি চালিয়ে মমতাকে বোঝালেন স্মৃতি ইরানি

Google Oneindia Bengali News

বিজেপির স্টিয়ারিং শক্ত হতা রয়েছে । শুক্রবার সোনারপুরে অনায়াসে স্কুটি চালিয়ে তৃণমূল কংগ্রস নেত্রীকে এমনই বার্তা দিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কিন্তু বিজেপি নেত্রীর স্কুটার চালানোর লাইসেন্স আছে তো এই প্রশ্ন এবার করতেই পারে শাসক দল। কারণ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ই-স্কুটার চালানোর পর তাঁর লাইসেন্স নেই বলে অভিযোগ করেছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।যদি ই-স্কুটারের লাইসেন্স দেওয়া এখনও শুরু হয়নি।

স্কুটার চালালেন স্মৃতি

স্কুটার চালালেন স্মৃতি

রাজ্যে এসে বিজেপির পরিবর্তন যাত্রায় সামিল হয়েছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রা করতে গিয়ে স্কুটার নিয়ে বেরিয়ে পড়েন তিনি। রথের সঙ্গেই স্কুটার চালিয়ে এগোতে থাকেন তিনি। বোঝাই যাচ্ছিল তিনি স্কুটি চালাতে জানেন।তাই আর আসুবিধা হয়নি। অনায়াসেই স্কুটি নিয়ে এগিয়ে যান। প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইস্কুটার চালিয়ে সকলকে চমকে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা।

মমতাকে স্কুটার টক্কর

মমতাকে স্কুটার টক্কর

বৃহস্পতিরা কলকাতার রাজপথে ই-স্কুটার চালিয়ে সকলকে চমকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে স্কুটার চালিয়ে বেরিয়ে ছিলেন তিনি। মমতাকে চ্যালেঞ্জ করেই স্মৃতি ইরানির স্কুটি চালানো বলে মনে করছে রাজনৈতিক মহল। স্মৃতি অনায়াসে স্কুটি চালিয়ে বুঝিয়ে দিয়েছেন বিজেপির হাত কাঁপে না শক্ত হােত রয়েছে ধরা থাকে স্টিয়ারিং। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ই-স্কুটি চালালেও স্পষ্ট বোঝা গিয়েছিল তিনি চালাতে পারেন না। দেহরক্ষীরা তাঁর স্কুটার ধরে নিয়ে যাচ্ছিলেন। একবার তো পড়তে পড়তে সামলে নিয়েছিলেন নিজেকে।

মমতার বার্তা

মমতার বার্তা

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে অভনব প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের স্কুটারের পিছনে বসে নবান্নে গিয়েছেন। বড় চমক ছিল দিনের শেষে। নবান্ন থেকে একেবারে চালকের আসনে বসেছিলেন তিনি। ই-স্কুটার চালিয়ে নবান্ন থেকে বেরোন মমতা। তাঁকে সামাল দিতে অবশ্যই ছিলেন দেহ রক্ষীরা। তবে মাঝে মাঝে পিক আপ নিয়ে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী আন্দোলনের রাশ এখন তাঁর হাতেই।

৮০০ টাকার গ্যাস ৪০০ করতে হবে

৮০০ টাকার গ্যাস ৪০০ করতে হবে

মমতা দাবি করেছেন মোদী সরকার ক্ষমতায় আসার আগে গ্যাসের দাম ৪০০ টাকা ছিল। মোদী ক্ষমতায় আসার পরেই রান্নার গ্যাসের দাম বেড়ে ৮০০টাকা হয়ে গিয়েছে। এই ৮০০টাকার রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা করতে হবে নইলে মোদীকে সরতে হবে। রীতিমতো হুঙ্কার দিয়েছেন মমতা।জ্বালানির দাম না কমলে আর বড় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

Bengal Polls: ভোট ঘোষণার ঠিক আগে বেতন বৃদ্ধির ঘোষণা Bengal Polls: ভোট ঘোষণার ঠিক আগে বেতন বৃদ্ধির ঘোষণা

English summary
West Bengl assembly election 2021: BJP leader Smriti Irani drive scooty at Sonarpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X