For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের বিরল 'মিউটেশন'! সংকট পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কী বলছেন

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের বিরল 'মিউটেশন'! সংকট পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কী বলছেন

Google Oneindia Bengali News

গুজরাত, কেরল ও চিনের উহানের করোনার টেস্টিং এর নমুনা সিকোয়েন্সের সঙ্গে পশ্চিমবঙ্গের করোনার নমুনার সিকোয়েন্সের তুলনা করতেই একটি বিরল মিউটেশন লক্ষ্য করতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। এর প্রভাব কোনপথে যেতে পারে, বা কী ঘটতে পার তা নিয়ে সংশয় দানা বাঁধছে। SARS-CoV-2 জিনোমের সিকোয়েন্স ঘিরে এসটু ডোমোনে দেখা যাচ্ছে একটি প্রবল বিরল প্রবণতা।

 এস ওয়ান ও এস টু ডোমেন সম্পর্কে তথ্য

এস ওয়ান ও এস টু ডোমেন সম্পর্কে তথ্য

বলা হচ্ছে, এসওয়ান ভাইরাসকে কোষের পর্দার সঙ্গে সংযুক্ত করে। আর এসটু তাকে মিশ্রিত করে, যাকে 'ফিউশন' বলে গণ্য করা হচ্ছে। দেখা গিয়েছে, গুজরাতে করোনা ভাইরাসের যে নমুনা রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের কিছুটা মিল রয়েছে। সেক্ষেক্রে এস ওয়ান ডোমেনে অনেক বেশি 'মিউটেশন' ধরা পড়ছে।

 বিশেষজ্ঞরা কী বলছেন?

বিশেষজ্ঞরা কী বলছেন?

পশ্চিমবঙ্গের করোনার নমুনা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা-র কাছে ২৭ এপ্রিল পাঠানো হয়। আর নমুনার সিকোয়েন্স দেখেই তা ভারতের অন্যান্য নমুনা সিকোয়েন্স-র সঙ্গে পশ্চিমবঙ্গের সিকোয়েন্সের তুলনা করেন। তবে এই মিউটেশনের প্রভাব কী হতে পারে, তা এখন বলে দেওয়া খুব কছিন বলে দাবি সিএসাইআর , কলকাতা এবং এসিএসআর গাজিয়াবাদের বিজ্ঞানীদের।

কী ঘটতে পারে!

কী ঘটতে পারে!

বলা হচ্ছে, যখন কোনও ভাইরাস নতুন কোনও মানুষের গোষ্ঠী বা পরিবেশে ঢুকতে চায় ,তখন সে নিজের জিনগত ধরণ বদলানোর চেষ্টা করে। যে মানব শরীরে এটি ঢুকছে তার ধারা অনুযায়ী নিজের ধরণকে পাল্টে দেয় ভাইরাস। আর এটি ভৌগলিক আকারে পরিবর্তিত হয়। এর ওপরেই করোনার ভ্যাকসিন তৈরি নির্ভর করছে।

উহানের সঙ্গে কেরলের মিল!

উহানের সঙ্গে কেরলের মিল!

বিশেষজ্ঞদের দাবি উহানের ভাইরাস মিউটেশনের সঙ্গে কেরলের পরিস্থিতির মিল ছিলষ তবে পশ্চিমবঙ্গের ঘরানা তার থেকে আলাদা। মিউটেশন মাত্রই জটিল তত্ত্ব। পুরোটাই পরিবেশের ওপর নির্ভর করে।

একটি ভ্যাকসিনেই কি কাজ দেবে?

একটি ভ্যাকসিনেই কি কাজ দেবে?

ভাইরাসের এমন অদ্ভুত মিউটেশনে অবাক বিজ্ঞানীমহল। ফলে জল্পনা চড়েছে যে ভ্যাকসিন যদি বেরও হয় , তাহলেও কি তা সবরকমের ভৌগলিক পরিস্থিতিতে কার্যকর হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে।

'মদ্যপানে গলা থেকে ভাইরাস চলে যাবে', কংগ্রেস বিধায়কের বার্তা খবরে 'মদ্যপানে গলা থেকে ভাইরাস চলে যাবে', কংগ্রেস বিধায়কের বার্তা খবরে

English summary
West Bengal witnesses unique coronavirus mutation, know what experts says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X