For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজোয় ঠাকুর দেখার প্ল্যান নিয়ে চিন্তায় আছেন! 'মুশকিল আসান'করছে রাজ্য পরিবহণ দফতর

বিশ্বকর্মা পুজো মানেই খাতায় কলমে দূর্গাপুজোর কাউন্টডাউন শুরু। আর বাঙালির পুজোর আড়ম্বর কোনও একটি দিকে আবদ্ধ নয়।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকর্মা পুজো মানেই খাতায় কলমে দূর্গাপুজোর কাউন্টডাউন শুরু। আর বাঙালির পুজোর আড়ম্বর কোনবও একটি দিকে আবদ্ধ নয়। এরমধ্য়ে যতটা অংশ দখল করে রাখে পুজোর কেনাকাটা, ততটাই থাকে পুজোর খাবারের আয়োজন, আর তেমনই সমান অংশীদারি থাকে পুজোয় বেড়াতে যাওয়ার। পুজো প্ল্যানিং এর একটা বড় দিক হল শহর ঘুরে ঠাকুর দেখা। পুজোয় ঠাকুর দেখার প্ল্যানিং যদি আপনার এখনও ঠিক না হয়ে থাকে, তাহলে 'মুশকিল আসান' করে দিচ্ছে রাজ্য পর্যটন বিভাগ।

দূর্গাপুজোয় ঠাকুর দেখার প্ল্যান নিয়ে চিন্তায় আছেন! মুশকিল আসানকরছে রাজ্য পরিবহন দফতর

পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ ও পরিবহন দফতরের উদ্যোগে চালু করা হয়েছে পূজা পরিক্রমার নতুন ধরনের প্যাকেজ। এই প্যাকেজ অনুযায়ী বেড়ানোর সুযোগ পাওয়া যাবে মহালয়ার দিন । এছাড়াও পুজোর পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ওএই প্যাকেজের ভ্রমণ-সুখবিলাস উপভোগ করতে পারা যাবে। মোটি ১৫ টি বিভাগে বিভক্ত রয়েছে প্যাকেজগুলি। শুধু কলকাতার পূজা পরিক্রমার জন্যই রয়েছে ৫টি প্যাকেজ। রয়েছে জলপথে ভ্রমণের ৩ টি বিভাগ। বিসর্জনের জন্য ২ টি বিভাগ, আর জেলা সফরের জন্য ৫টি ভিন্ন বিভাগ রয়েছে।

দূর্গাপুজোয় ঠাকুর দেখার প্ল্যান নিয়ে চিন্তায় আছেন! মুশকিল আসানকরছে রাজ্য পরিবহন দফতর

দূর্গাপুজোয় ঠাকুর দেখার প্ল্যান নিয়ে চিন্তায় আছেন! মুশকিল আসানকরছে রাজ্য পরিবহন দফতর

এই বিভাগগুলি হল 'মহালয়া ও তর্পণ', 'ক্রজ ও উদযাপন ১', 'ক্রজ ও উদযাপন ২', উদ্বোধনী, উত্তরা, দক্ষিণী, সনাতনী১, সনাতনী ২। এই ৫টি সফরই কলকাতা কেন্দ্রিক। এছাড়াও থাকছে বিসর্জন ১, বিসর্জন ২, হুগলি সফর, কাশিমবাজার সারদোৎসব,রাঢ়বঙ্গের পুজো ১. রাঢ় বঙ্গের পুজো ২, সুরুল রাজবাড়ি। এই সমস্ত সফরে দুর্গোৎসব উদযাপন করতে হলে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের সঙ্গে। সিট বুকিং অনলাইনেও চালু রয়েছে। ফোনের মাধ্যমেও যোগাযোগ করা যাবে বুকিং এর জন্য। এখানে যোগাযোগের নম্বর -18002121655।

English summary
West Bengal Transport Development Corporation Limited (WBTDCL) has published this year’s Durga Puja Parikrama packages. These packages will be available on Mahalaya (October 8) and from Panchami to Nabami (October 13 to October 18).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X