For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ও কেন্দ্রে শাসক মোকাবিলায় নয়া পন্থা! নতুন প্রজন্মকে কাছে টানতে উদ্যোগ সিপিএম-এর

ইন্টারনেট টিভি আনতে চলেছে রাজ্য সিপিএম নেতৃত্ব। পার্টি এখন বিরোধী আসনে। আর স্যাটেলাইট টিভি চ্যানেল আনায় ব্যয় সাপেক্ষ। সেই দিক থেকে কম খরচে ইন্টারনেট টিভি চ্যানেল অনেক কম খরচে আনা সম্ভব।

  • |
Google Oneindia Bengali News

ইন্টারনেট টিভি আনতে চলেছে রাজ্য সিপিএম নেতৃত্ব। পার্টি এখন বিরোধী আসনে। আর স্যাটেলাইট টিভি চ্যানেল আনায় ব্যয় সাপেক্ষ। সেই দিক থেকে কম খরচে ইন্টারনেট টিভি চ্যানেল অনেক কম খরচে আনা সম্ভব। গ্রামের নানা ঘটনার চিত্র স্মার্টফোনে তুলে ছড়িয়েও দেওয়া যাবে সজেই। ইন্টারনেট টিভির জন্য একটি টিম তৈরির কাজও এগিয়েছে অনেক দূর। দায়িত্বে রাজ্য সম্পাদকমণ্ডলীর এক গুরুত্বপূর্ণ সদস্য। পঞ্চায়েত নির্বাচনের আগেই এর মহড়া দেওয়া হবে বলে সূত্রের খবর। ঠিকঠাক হলে লোকসভা নির্বাচনের আগে নিজেস্ব ইন্টারনেট টিভি চ্যানেল।

রাজ্যে ও কেন্দ্রে শাসক মোকাবিলায় নয়া পন্থা! নতুন প্রজন্মকে কাছে টানতে উদ্যোগ সিপিএম-এর

সিপিএম-এর নিজেস্ব পোর্টাল রয়েছে। তবুও নতুন প্রজন্মকে লাল পতাকার তলায় আকৃষ্ট করা যাচ্ছে না। অথচ তাঁদের হাতেই সিংহভাগ ভোট। তাঁদের হাতেই স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম। এর সঙ্গে ইন্টারনেট টিভি যুক্ত হলে নানা ঘটনা, দুর্ঘটনার খবর নিয়ে পৌঁছে যাওয়া যাবে নতুন প্রজন্মের কাছে। জনমতও গড়ে তোলা যাবে। ফলে এই প্রজন্মকেই টার্গেট করে নামতে চলেছে রাজ্য সিপিএম নেতৃত্ব। তাদের আশা এর মাধ্যমে নতুন প্রজন্মকে কাছে টানা যাবে।

English summary
West Bengal state CPM starts work for Internet TV to face ruling party in centre and state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X