For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেপি নাড্ডার নির্দেশ! করোনা লকডাউন মোকাবিলায় ৩০ লক্ষ পরিবারের পাশে রাজ্য বিজেপি

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে ২৫ মার্চ থেকে। যার জেরে সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছেন গরিব মানুষ ও দিনমজুররা।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে ২৫ মার্চ থেকে। যার জেরে সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছেন গরিব মানুষ ও দিনমজুররা। এবার রাজ্যের এই শ্রেণিভুক্ত মানুষগুলির পাশে দাঁড়াতে চলেছে বিজেপি। এই ধরনের প্রায় ৩০ লক্ষ পরিবারের কাছে খাবার পৌঁছে দিতে চায় রাজ্য বিজেপি নেতৃত্ব। এইমধ্যেই এর জন্য দলের নেতা কর্মীদের কাছ থেকে সাহায্যের জন্যও আবেদন করা হয়েছে।

করোনা মোকাবিলায় অর্থ সাহায্য বিজেপি সাংসদদের

করোনা মোকাবিলায় অর্থ সাহায্য বিজেপি সাংসদদের

ইতিমধ্যেই নিজের নিজের এলাকায় করোনা মোকাবিলায় অর্থ সাহায্যের কথা জানিয়েছেন রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা। এমপিল্যাড ফান্ড থেকে ৩০ লক্ষ থেকে ১ কোটি টাকা সাহায্যের কথা জেলাশাসকদের জানিয়েছেন সাংসদরা।

বিজেপি সভাপতির নির্দেশ

বিজেপি সভাপতির নির্দেশ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নির্দেশ দিয়েছেন, প্রতিটি বিজেপি নেতা-কর্মীকে ৫ টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে। এব্যাপারে রাজ্য বিজেপির তরফে নির্দেশিকায় বলা হয়েছে দুভাবে সাহায্য করা যেতে পারে। এক্ষেত্রে চাল, ডাল, আনাজ দেওয়া যেতে পারে কিংবা রান্না করা খাবারও দেওয়া যেতে পারে।

গরিব মানুষদের কাছে খাবার তুলে দেবে বিজেপি

গরিব মানুষদের কাছে খাবার তুলে দেবে বিজেপি

আপাতত ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন। এই সময়ের মধ্যে গরিব ও দিনমজুর পরিবারগুলির অসুবিধা সব থেকে বেশি। এইসব মানুষদের হাতে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে। এর জন্য প্রত্যেক বুথে গরিব মানুষদের তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

 প্রশাসনকে পদক্ষেপের কথা জানিয়েছে বিজেপি

প্রশাসনকে পদক্ষেপের কথা জানিয়েছে বিজেপি

বিজেপির এই পদক্ষেপের কথা রাজ্য প্রশাসনকে জানানো হয়েছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিওদের কাছে এব্যাপারে চিঠি দেওয়া হয়েছে।

English summary
West Bengal State BJP leadership to help 30 lakh needy people by giving food
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X