For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষষ্ঠ দফার ভোটে ১২ টি 'রেড অ্যালার্ট' আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে, কিছু তথ্য একনজরে

ষষ্ঠ দফার ভোটে ১২ টি 'রেড অ্যালার্ট' আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে, কিছু তথ্য একনজরে

  • |
Google Oneindia Bengali News

লক্ষ্মীবারে ভোটের 'ষষ্ঠী' তে প্রবেশ করছে ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ২২ এপ্রিল এই ভোটগ্রহণ পর্বে রাজ্যের একাধিক জেলার প্রার্থীদের ভাগ্য গণনা রয়েছে। ষষ্ঠদফাতে বহু জেলারই হাইভোল্টেজ আসনে রয়েছে নির্বাচন। এই নির্বাচনে প্রার্থীদের সম্পর্কে কিছু তথ্য একনজরে।

ষষ্ঠ দফার প্রার্থী সংখ্যা ও ফৌজদারী মামলা

ষষ্ঠ দফার প্রার্থী সংখ্যা ও ফৌজদারী মামলা

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম ষষ্ঠদফায় বাংলার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে। আগামী ২২ এপ্রিল ভোট রাজ্যে। ষষ্ঠদফার এই ভোটে ৪৩ আসনে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হবে। তবে এরই মাঝে এডিআরএর রিপোর্ট বলছে বাংলার ভোটের ষষ্ঠ দফায় ২৮ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা।

 ফৌজদারি মামলা ও রাজনৈতিক দল

ফৌজদারি মামলা ও রাজনৈতিক দল

ষষ্ঠদফার ভোটে ৪৩ আসনের ভোটে বাংলার তাবড় কেন্দ্রে জায়গায় ভোটগ্রহণ হবে। এই দফার ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮৭ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৭১ জনের মধ্যে অর্থাৎ ২৩ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলায় গুরুতর অভিযোগ রয়েছে। ফৌজদারি মামলার এই তালিকায় সিপিএমের ২৩ জনের মধ্যে ১৪ জন, বিজেপির ৪৩ জনের মধ্যে ২৫ জন, তৃণমূলের ৪৩ জনের মধ্যে ২৪ জন ও কংগ্রেসের ১২ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

গুরুতর অপরাধের মামলা ও ষষ্ঠ দফার ভোট

গুরুতর অপরাধের মামলা ও ষষ্ঠ দফার ভোট

ষষ্ঠদফার ভোটে সিপিএমের ২৩ জনের মধ্যে ১২ প্রার্থী গুরুকর ফৌজদারি মামলায় জড়িত। বিজেপির ৪৩ জনের মধ্যে ২০ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদাপরি মামলা। তৃণমূলের ৪৩ জনের মধ্যে ২০ জন ,কংগ্রেসের ১২ জনের মধ্যে ৪ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজনদারি মামলা রয়েছে। এছাড়াও ১৯ জন প্রার্থীর বিরুদ্ধে মহিলাঘটিত অপরাধ ও ২২ জনের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে বলে জানাচ্ছে এডিআরএর রিপোর্ট।

১২ টি রেড অ্যালার্ট আসন

১২ টি রেড অ্যালার্ট আসন

প্রসঙ্গত, ষষ্ঠ দফার ভোট নিয়ে কমিশনের তরফে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নামানো হচ্ছে বহু কোম্পানি আধা সেনা। এই দফার ভোটে ১২ টি রেড অ্যালার্ট কেন্দ্র রয়েছে। প্রসঙ্গত, যে কেন্দ্রে তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে অপরাধের মামলা থাকে, সেই কেন্দ্রকে রেড অ্যালার্ট কেন্দ্র বলা হয়। এবার ৪৩ আসনের মধ্যে ১২ টি রেড অ্যালার্ট কেন্দ্র রয়েছে।

ষষ্ঠ দফার ভোটে ৪৩ আসনে হাইভোল্টেজ লড়াই আসন্ন, একনজরে গুরুত্বপূর্ণ তথ্য ষষ্ঠ দফার ভোটে ৪৩ আসনে হাইভোল্টেজ লড়াই আসন্ন, একনজরে গুরুত্বপূর্ণ তথ্য

English summary
West Bengal Sixth Phase election has 12 red alert consituencies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X