For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে স্কুল,কলেজ খোলার বড় বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়! জানালেন সময়সূচি

  • |
Google Oneindia Bengali News

গত মার্চ থেকে কার্যত স্তব্ধ স্কুল কলেজেরে নিত্যদিনের কর্মপদ্ধতি। সকাল সকাল স্কুলে কচিকাচাদের ভিড় নেই, টিফিন টাইমে ভাগ করে টিফিন খাওয়ার মজা নেই, হচ্ছে না স্কুলের কড়া নজরদারির সেই চেনা পরীক্ষাগুলো! সমস্ক কিছুই এখন অনলাইনে। তবে এবার রাজ্যে খুলতে চলেছে স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়।

 কবে খুলছে স্কুল, কলেজ?

কবে খুলছে স্কুল, কলেজ?

এদিন রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান যে, স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় রাজ্যে আগামী মাস থেকেই খুলছে। অর্থাৎ যে ডিসেম্বরে ২৫ তারিখ থেকে ছুটির অপেক্ষায় কচিকাচারা বসে থাকত, সেই ডিসেম্বরেই দরজা খুলবে স্কুল কলেজের।

তবে, স্কুলে খুললেই যেতে হবে পড়ুয়াদের?

তবে, স্কুলে খুললেই যেতে হবে পড়ুয়াদের?

পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখনই স্কুলে যেতে হবে কি না পড়ুয়াদের , তা নিয়ে ভাবনা চিন্তা হয়নি। তবে ডিসেম্বরে স্কুল , কলেজের সঙ্গেই বিশ্ববিদ্যালয়ে স্নাতোকোত্তরের পঠনপাঠন চালু করা হবে, সেবিষয়ে নিশ্চিত সরকার। তবে নির্দিষ্ট সোশ্যাল ডিসটেন্সিং মেনেই শুরু হবে নিউনর্মালের স্কুল, কলেজ জীবন।

 দুটি বড় পরীক্ষা কোভিডের মধ্যে!

দুটি বড় পরীক্ষা কোভিডের মধ্যে!

প্রসঙ্গত প্রতিটি ছাত্রছাত্রীর জীবনের অন্যতম বড় পরীক্ষা দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। করোনার আবহে ২০২০ সালে বাংলার শিক্ষা দফতরের বোর্ডের পরীক্ষা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রবলভাবে বিঘ্নিত হয়েছে। তবে বোর্ডের দক্ষতায় নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল। আসন্ন বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে পঠন পাঠনের ধরন কেমন হবে, তানিয়েও বহু বিষয় স্থির করবে সরকার। এমন পরিস্থিতিতে কীভাবে স্কুল খুলবে, কবে থেকে সমস্ত কিছু চালু হবে, তা নিয়ে কালীপুজোর পরই জানানো হবে সব।

শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড বিধি

শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড বিধি

ডিসেম্বরে স্কুল খুললে, সেখানে স্যানিটাইজারের ব্যবস্থা, মাস্ক আবশ্যিক হবে বল খবর। স্কুল, কলেজগুলি খোলার আগে তাকে ভালোভাবে স্যানিটাইজ করার লম্বা প্রক্রিয়াও চালু হতে পারে ।সঙ্গে সোশ্যাল ডিসটেন্সিং আবশ্যিক ।

English summary
West Bengal's schools and colleges will be opened from December says Education minister Partha Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X