For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের নজরে বাংলার রেড, অরেঞ্জ, গ্রিন জোন কোনগুলি! তালিকা প্রকাশ্যে

কেন্দ্রের নজরে বাংলার রেড,অরেঞ্জ, গ্রেন জোন কোনগুলি! তালিকা প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

ভারতে দ্বিতীয় দফায় লকডাউন শেষ দিকের পর্যায়ে। গোটা দেশ আপাতত সরকারের তরফে লকডাউন নিয়ে এক আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন দেশের প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে কেন্দ্র প্রকাশ করল দেশের একাধিক জায়গার রেড, অরেঞ্জ,গ্রিন জোনের তালিকা। দেখে নেওয়া যাক কেন্দ্রের নজরে পশ্চিমবঙ্গের কোন জেলা কোন জোন -এ রয়েছে।

বাংলার রেড,গ্রিন, অরেঞ্জের পরিসংখ্যান

বাংলার রেড,গ্রিন, অরেঞ্জের পরিসংখ্যান

বাংলায় ১০ টি এলাকা রয়েছে রেজ জোনের আওতায়। ৫ টি রয়েছে অরেঞ্জ জোনের আওতায়। ৮ টি এলাকা রয়েছে গ্রিন জোনে। উল্লেখ্য, গ্রিন জোন মানে যে এলাকায় গত ২৮ দিনে একটিও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। অরেঞ্জ জোন , অর্থাৎ সেখানে কয়েকটি করোনার আক্রমণের ঘটনা রয়েছে তবে সংখ্যায় বাড়ছে না। আর রেড জোন হল করোনার আঁতুরঘর তুল্য।

রাজ্যের রেড জোন কেন্দ্রের নজরে

রাজ্যের রেড জোন কেন্দ্রের নজরে

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা রয়েছে রেড জোনে। দেশের ৫ টি বড় শহরের সঙ্গে এই শহরও করোনার আক্রান্তের জেরে রেড জোনের তকমা পেয়েছে। এছাড়াও রেড জোন রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , মালদা। এই এলাকাগুলিতে ৩ মের পরও থাকবে রেড জোনের আওতায়। যেখানে লকডাউন কমার আশা অল্প!

বাংলার অরেঞ্জ জোন

বাংলার অরেঞ্জ জোন

বাংলায় হুগলি, পশ্চিমবর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এলাকাকে অরেঞ্জ জোনে রাখা হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তালিকা অনুযায়ী ,২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, মালদহ জেলা গুলি ছিল অরেঞ্জ জোনে।

বাংলার গ্রিন জোন

বাংলার গ্রিন জোন

বাংলায় গ্রিন জোনে রয়েছে বাঁকুড়া,বীরভূম,কোচবিহার., দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম। উল্লেখ্য, এর আগে বাংলার তরফে যে গ্রিন জোনের তালিকা পাঠানো হয় কেন্দ্রের কাছে,তাতে ছিল আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম।

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের বিরল 'মিউটেশন'! সংকট পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কী বলছেন পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের বিরল 'মিউটেশন'! সংকট পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কী বলছেন

English summary
West Bengal's Red,Orange and Green zone list according to central government data
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X