প্রয়াত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মন্ডল
বার্ধক্যজনিত কারণে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মন্ডল। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের আকবরনগর গ্ৰামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পরিবার সদস্যদের সমবেদনাও জানিয়েছেন তিনি। শনিবার আবু আয়েশবাবুকে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী স্বপন দেবনাথ।

প্রসঙ্গত, প্রয়াত আবু আয়েশ মন্ডল সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও বিত্ত নিগমের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন দক্ষতার সাথে।১৯৯১ সাল , ১৯৯৬ সাল এবং ২০০১ সালে বিধানসভা নির্বাচনে তিনি মন্তেশ্বরের সিপিআই ( এম ) এর বিধায়ক ছিলেন।২০০৬ সালে লোকসভার সাংসদ ও হোন উপনির্বাচনে জয়লাভ করে।তারপর সিপিএম দলের নেতৃত্বের সাথে মতবিরোধ এর জেরে দল পরিবর্তন করে যোগ দেন তৃণমূল কংগ্ৰেসে।মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সংখ্যালঘু মানুষদের কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব ও দেন।তার প্রয়ানে শোক প্রকাশ করেছেন মন্তেশ্বরের মানুষ।