For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার করোনা সংক্রমণ উদ্বেগজনক! ৯ জেলায় পজিটিভিটি রেট ১০-এর ওপরে, চিহ্নিত ১১ টি রেড জোন

বাংলার করোনা সংক্রমণ উদ্বেগজনক! ৯ জেলায় পজিটিভিটি রেট ১০-এর ওপরে, চিহ্নিত ১১ টি রেড জোন

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের (west bengal) করোনা (coronavirus) পরিস্থিতি দিনে দিনে উদ্বেগজনক পরিস্থিতির দিকে যাচ্ছে। মঙ্গলবার নতুন করে ২৬৫৯ জন আক্রান্ত হয়েছে। সোমবারের পজিটিভিটি রেট ২১.২৯% থাকলেও মঙ্গলবার তা কমে হয়েছে ১৮.৪৬%। মঙ্গলবার মৃত্যু হয়েছে ৫ জনের। যা সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি। চিকিৎসকরা বলছেন, সামনে ৭ থেকে ১০ দিনে মৃত্যুর সংখ্যা বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।

 রাজ্যে পঞ্চম সেন্টিনাল সার্ভে

রাজ্যে পঞ্চম সেন্টিনাল সার্ভে

সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দফতর পঞ্চম সেন্টিনাল সার্ভে করে। যার ফল প্রকাশিত হয়েছে। সেখানেই উঠে এসেছে কলকাতা-সহ রাজ্যের নটি জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপরে। জুলাইয়ের প্রথম সপ্তাহে করা সমীক্ষায়
দেখা গিয়েছে বেশ কিছু জায়গায় পজিটিভিটি রেট ২০ শতাংশ পেরিয়ে গিয়েছে।
মুর্শিদাবাদই একমাত্র জেলা যেখানে পজিটিভিটি রেট ১ শতাংশের নিচে। অন্যদিকে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট ২৪.৬ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ২৩.৭৫ শতাংশ, দার্জিলিং-এ ১৯.১০। ১৬.২৫ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে চতুর্থস্থানে রয়েছে
উত্তর দিনাজপুর।
এছাড়া বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমানে ১৮.৫৬%, কালিম্পং-এ ১৭.৮৫%, বসিরহাট স্বাস্থ্য জেলায় ১৪.৩৮ %, হাওড়ায় ১৪.২৩%, পূর্ব বর্ধমানে ১৪.১৪ %, কলকাতায় ১৩.১৩% এবং নদিয়ায় ১০.১৫ %। নটি জেলা ও স্বাস্থ্য জেলার পজিটিভিটি রেট ৫-১০ শতাংশের
মধ্যে থাকায় সেগুলিকে হলুদ তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও ছটি জেলায় পজিটিভিটি রেট রয়েছে ১-৫ শতাংশের মধ্যে।

রাজ্যে ১১ টি রেড জোন

রাজ্যে ১১ টি রেড জোন

সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের ১১ টি জায়গাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

সেন্টিনাল সার্ভে কী?

সেন্টিনাল সার্ভে কী?

সেন্টিনাল সার্ভে হল চিকিৎসক, পরীক্ষাগা এবং স্বেচ্ছাসেবী সংস্থার নেটওয়ার্কের মাধ্যমে কোনও নির্দিষ্ট রোগের পর্যবেক্ষণ করা। জনসংখ্যার নিরিখে সেই নির্দিষ্ট অঞ্চলের স্বাস্থ্যের মূল্যায়ন করা মূল লক্ষ্য। এবারের সমীক্ষার জন্য রাজ্যের ২৩ টি জেলা ও স্বাস্থ্যজেলার প্রতিটি হাসপাতাল থেকে ৪০০ টি নমুনা সংগ্রহ করা হয়েছিল।

 শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ নয়

শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ নয়

রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের প্রেক্ষিতে স্কুল-কলেজ কি বন্ধ করা হবে, প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, এব্যাপারে সিদ্ধান্ত জানাবে রাজ্যের স্বাস্থ্য দফতর। তবে আপাতত যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা
হচ্ছে না, তা জানিয়ে দিয়েছেন ব্রাত্য বসু।

Weather Update: দক্ষিণে পাসিং সাওয়ার, উত্তরে বাড়বে গরম! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস Weather Update: দক্ষিণে পাসিং সাওয়ার, উত্তরে বাড়বে গরম! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
West Bengal's Covid 19 infection worrisome, 9 districts have more than 10% positivity rate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X