For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় শীর্ষে পশ্চিমবঙ্গ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ সেপ্টেম্বর : ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় দেশের অন্যান্য রাজ্যকে টেক্কা দিয়ে শীর্ষে পশ্চিমবঙ্গ। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত বাংলায় ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে এই তথ্যই তুলে ধরা হয়েছে। [ ৮৬% 'প্রাণঘাতী' মশার জন্ম হয় গৃহস্থের জমা জলে, বলছে সরকারি সমীক্ষা]

২০১৫ সালে রাজ্যে ডেঙ্গুতে মৃত্য়ুর সংখ্যা ছিল ১৪। এবছর তা বেড়ে হয়েছে ২২। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে জানানো হয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে মোট ৫,১২৯ জনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর নথিভুক্ত হয়েছে। [ (ছবি) এই ঘরোয়া টোটকাগুলির সাহায্যেই করুন ডেঙ্গুর মোকাবিলা!]

ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় শীর্ষে পশ্চিমবঙ্গ!

স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শথপতির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫,৬৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। [(ছবি) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তা বোঝার সবচেয়ে সহজ উপায়]

পশ্চিমবঙ্গের পরেই রয়েছে ওড়িশা এবং কেরল। দুই রাজ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জন করে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। কর্ণাটকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া দিল্লিতে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২। [(ছবি) ডেঙ্গু জ্বর সম্পর্কে যে তথ্যগুলি আপনার জানা প্রয়োজন]

এই বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও ২৭,৮৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে গত বছরের তুলনায় সংখ্যাটি বেশ কম। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২২০ এবং আক্রান্তের সংখ্যা ছিল ৯৯,৯১৩।

English summary
West Bengal records highest dengue deaths in country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X