বিধানসভা নির্বাচন : দ্বিতীয় দফায় সবচেয়ে ধনী প্রার্থী বাইচুং ভুটিয়া
কলকাতা, ১৩ এপ্রিল : দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল, রবিবার। মোট সাতটি জেলার ৫৬টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও বীরভূম।
বিধানসভা নির্বাচন : দ্বিতীয় পর্যায়ে নজর থাকবে এই প্রার্থীদের দিকে
এর মধ্যে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়া প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়াই সবচেয়ে ধনী বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

এই দফার নির্বাচনে সব দল মিলিয়ে মোট ৩৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মোট ৫৬ জনের সম্পত্তির পরিমাণ কোটি ছাড়িয়েছে। তার মধ্যে সবচেয়ে এগিয়ে বাইচুং। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৭ কোটি ৪১ লক্ষ ২৩ হাজার ৫৪ টাকা।
বিধানসভা নির্বাচন ২০১৬ : দ্বিতীয় দফার ভোটগ্রহণ কোন কোন বিধানসভা কেন্দ্রে?
এরপরই রয়েছেন অশোক কুমার চট্টোপাধ্যায়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩ কোটি ৫৪ লক্ষ ৩৬ হাজার ৭০৫ টাকা। এরপর তৃতীয় স্থানে রয়েছেন জেমস কুজুর। তাঁর সম্পত্তির পরিমাণ ৮ কোটি ১২ লক্ষ ৪৫ হাজার ৫৭১ টাকা। অশোকবাবু ও জেমস কুজুর দুজনেই তৃণমূলের প্রার্থী।
দলগতভাবে দেখতে গেলে এখানেও এগিয়ে রয়েছে শাসক দলের প্রার্থীরা। এক কোটির বেশি সম্পত্তির মালিক প্রার্থীদের মধ্যে ২৩ জন তৃণমূলের, ১০ জন বিজেপির, ৮ জন কংগ্রেস, ৪ জন বিএসপি, ১ জন সিপিএম ও ৪ নির্দল প্রার্থী রয়েছেন।
জানা গিয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়া সমস্ত প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ৫৪ লক্ষ ২১ হাজার টাকা।