For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে করোনার দানবীয় হানার মাঝেই ভোট পর্ব, কোভিড ঘিরে ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির দ্বিতীয় স্রোতে যখন গোটা দেশ উথাল পাথাল, তখন বাংলায় ৮ দফার ভোট পর্ব চলছে। প্রথম ৪ দফার ভোট পর্বের মাঝ রাস্তা থেকেই দেশে করোনার দ্বিতীয় স্রোত দাপট দেখাচ্ছে। এরই মাঝে পশ্চিমবঙ্গ ঘিরে উঠে এল নয়া পরিসংখ্যান।

করোনা পরিস্থিতি ও ভোট

করোনা পরিস্থিতি ও ভোট

রাজ্যে যখন পঞ্চম দফার ভোট পর্ব শুরু হওয়ার দিকে, তখনই ক্রমেই করোনার হানা দাপটে বাড়ছে, গত কালের করোনা রিপোর্ট বলছে, বিগত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৫১১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৬ লক্ষ ১৪ হাজার ৮৯৬ জন। এদিন ৪৫১১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ১৯ হাজার ৪০৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪১৪। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের।

 আরও এক ভয়ানক পরিসংখ্যান

আরও এক ভয়ানক পরিসংখ্যান

দেশের মধ্যে করোনায় মৃতের সংখ্যার বিচারে বাংলা আপাতত তৃতীয়স্থানে। যেখানে জাতীয়স্তরে মৃতের সংখ্যা ১.৩ শতাংশ, সেখানে করোনায় মৃতের সংখ্যা বাংলাতে ১.৭ শতাংশ। কার্যত রকেট গতিতে বাংলায় যে করোনা থাবা বসিয়েছে, তা উঠে আসতে শুরু করেছে। বাংলার আগে করোনায় মৃতের হারে এগিয়ে পাঞ্জাব ও সিকিম।

 টেস্ট পজিটিভিটি রেট-এ বাংলা কোথায়?

টেস্ট পজিটিভিটি রেট-এ বাংলা কোথায়?

দেখা যাচ্ছে, টেস্ট পজিটিভিটি রেটের নিরিখে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে। সারা ভারতে যেখানে পজিটিভিটি ৫.২ শতাংশ ,সেখানে বাংলা বাংলা ৬.৫ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে পঞ্চম দফার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। মোট পজিটিভিটি টেস্টের নিরিখে যাঁরা পজিটিভ হয়েছেন, সেই অঙ্কই টেস্ট পজিটিভিটি রেট।

প্রতিবেশী রাজ্যের তুলনায় ভোটমুখী বাংলা কোথায়?

প্রতিবেশী রাজ্যের তুলনায় ভোটমুখী বাংলা কোথায়?

বাংলার আশপাশের রাজ্যগুলি করোনারর দৈনিক গ্রাফে আক্রান্তের সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের থেকে পিছিয়ে। গত সাত দিনের ট্রেন্ড ধরে গড় হিসাবে দেখা যাচ্ছে বিহারে করোনায় দৈনিক আক্রন্ত ২,১২২ জন। ঝাড়খন্ডে আক্রান্ত ১৭৩৪ জন, ওড়িশায় ৯৮১ জন, আর অসমে ২৩৪ জন। সেখানে বাংলায় গত কয়েকদিনে ৩ হাজারের গণ্ডি পেরিয়েছে। যা ভোটমুখী রাজ্যে একটি বড় উদ্বেগের কারণ।

 দ্রুত হারে বাংলায় ছড়াচ্ছে করোনা ?

দ্রুত হারে বাংলায় ছড়াচ্ছে করোনা ?

প্রসঙ্গত, দেখা যাচ্ছে করোনার জেরে বাংলায় আক্রান্তের সংখ্য়া দ্বিগুণ হওয়ার যে রেট তা ১৫ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখের পর থেকে যদি পরিসংখ্যান ধরা যায় তাহলে এমনই পরিসংখ্যান দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত ১৭, ২২, ২৬ , ২৯ এপ্রিলের পর বাংলার ভোট পর্ব মিটবে। তার আগে এমন পরিসংখ্য়ান রীতিমতো ভয়ঙ্কর। তবে এরই সঙ্গে সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি বলে দাবি একাধিক বিশেষজ্ঞের।

English summary
West Bengal polls amid Covid surge, Mamata's state has now highest fatality rate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X