For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার গড়ে তৃতীয় দফার ভোটে বিগত নির্বাচনগুলির প্রেক্ষিতে তৃণমূল, বিজেপি, মোর্চার মধ্যে কার পাল্লা ভারী

মমতার গড়ে তৃতীয় দফার ভোটে বিগত নির্বাচনগুলির প্রেক্ষিতে তৃণমূল, বিজেপি, মোর্চার মধ্যে কার পাল্লা ভারী

Google Oneindia Bengali News

রাত পোহালেই তৃতীয় দফার ভোট যুদ্ধ দেখতে চলেছে বাংলা। তার আগে, বাংলার কোণে কোণে প্রশ্ন একটাই প্রথন ২ দফার ভোটের পর তৃতীয় দফায় কী ঘটতে পারে? তৃতীয় দফার ভোটে হাইভোল্টেজ প্রার্থী থেকে তাবড় কেন্দ্র রয়েছে ভোট আঙিনায়। সেই জায়গা থেকে ২০১৯ লোকসভা ও ২০১৬ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বাংলায় আগামীকালের ভোটের ৩১ আসনে কে কোথায় এগিয়ে ছিল দেখা যাক।

২০১৬ বিধানসভা ভোটের ফল ও বাংলার ভোট চিত্র

২০১৬ বিধানসভা ভোটের ফল ও বাংলার ভোট চিত্র

২০১৬ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি কেন্দ্রের মধ্যে কুলতলিতে বামেরা দাপট দেখায়। সেবার বাকি ১৫ টি আসনই ঘাসফুল ছিনিয়ে নেয়। হাওড়ায় আমতা দখলে রেখেছিল কংগ্রেস। বাকি ৬ টি আসনে তৃণমূল বিজয়ী। হুগলির ৮ টি আসনে ২০১৬ সালে তৃণমূল জিতেছিল। সেখানে দাঁত ফোটাতে পারেনি বিজেপি।

৩১ আসনের মধ্যে ২০১৯ লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার ফল

৩১ আসনের মধ্যে ২০১৯ লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার ফল

২০১৯ লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগানর বাসন্তী, কুলতলি,কুলপি, রায়দিঘি, মন্দিরবাজারে তৃণমূলের সবুজ আবির উড়েছে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, দুই মগরাহাট, ডায়মন্ড হারবার, ফলতা বিষ্ণুপুরে তৃণমূল লিডে ছিল।

৩১ আসনের মধ্যে ২০১৯ লোকসভা ভোটে হাওড়ার ফল

৩১ আসনের মধ্যে ২০১৯ লোকসভা ভোটে হাওড়ার ফল

২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণে দাপট ধরে রাখে তৃণমূল। এছাড়াও হাওড়ার শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগতবল্লভপুরে তৃণমূল দাপটে এগিয়া যায়। যেখানে ২০১৯ সালে প্রবল মোদী সুনামিতে বিজেপি বাংলার তাবড় সিট দখল করে,সেখানে হাওড়ার এই কয়েকটি আসনে পালাবদল দেখা যায়নি।

 হুগলি নিয়ে তৃণমূলের সামনে কোন চ্যালেঞ্জ?

হুগলি নিয়ে তৃণমূলের সামনে কোন চ্যালেঞ্জ?

প্রসঙ্গত, ২০১৯ সালে হুগলিতে দুটি আসনে বিজেপি লিড নেয়। তারমধ্যে একটি গোঘাট ও একটি পুরশুরা। এছাড়াও ২০১৯ সালে হুগলির তারকেশ্বর, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি , আরামবাগ, খানাকুলে তৃণমূল দাপট দেখিয়েছে। সেই জায়গা থেকে তৃতীয় দফায় তৃণমূলের কাছে হুগলির পুরশুরা ও গোঘাট বড় চ্যালেঞ্জ।

তৃতীয় দফার 'পাওয়ার প্যাক' ভোট যুদ্ধে কোন হেভিওয়েটদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে, একনজরে 'স্টার কেন্দ্র'তৃতীয় দফার 'পাওয়ার প্যাক' ভোট যুদ্ধে কোন হেভিওয়েটদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে, একনজরে 'স্টার কেন্দ্র'

English summary
West Bengal poll 3 rd phase update, know what was the result of last 2 elections on these 31 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X