For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসুস্থ কুণালকে গলাধাক্কা পুলিশের, হাসপাতাল চত্বরেই আক্রমণ সংবাদমাধ্যমকে

Google Oneindia Bengali News

অসুস্থ কুণালকে গলাধাক্কা পুলিশের, আক্রমণ সংবাদমাধ্যমকে
কলকাতা, ১৫ নভেম্বর : ফের "আসল দোষীদের আগে গ্রেফতার" করার দাবি তুলতেই ফের পুলিশি হেনস্থার মুখে অসুস্থ কুণাল ঘোষ। সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি যাতে কথা বলতে না পারেন তার জন্য রীতিমতো ধ্বস্তাধ্বস্তির পর গলা ধাক্কা দেওয়া হল কুণালকে। পুলিশ চড়াও হল উপস্থিত সাংবাদিকদের উপরও।

শনিবার সকাল ১১ টা নাগাদ কুণাল ঘোষের বেশ কয়েকটি শারীরিক পরীক্ষার জন্য তাঁকে অ্যাম্বুল্যান্স করে নিয়ে যাওয়া হয়। তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল দোষীদের গ্রেফতারের দাবি জানান। দুপুর ১ টা ১৫ নাগাদ ফেরার পর অ্যাম্বুল্যান্স থেকে নামার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু একটা বলতে যান তিনি, তখনই পুলিশ একেবারে রে রে করে ওঠে। যাতে কুণালের ছবি না ওঠে তাই পুলিশের টুপি দিয়ে মুখ ঢাকার চেষ্টা হয় কুণালের। জোর করে টেনে হিঁচরে গলা ধাক্কা দিয়ে হাসপাতালের ভিতরে কুণালকে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন : স্ট্রেচারে শুয়েও দোষীদের গ্রেফতারের দাবি কুণালের, সুইসাইড নোটে মুখ্যমন্ত্রীর নাম

এই সময় কুণাল ঘোষের নাক দিয়ে রাইস টিউব লাগানো রয়েছে, যা পাকস্থালী পর্যন্ত রয়েছে। হাতে চ্যানেল করা রয়েছে। এই অবস্থায় তাঁকে নিয়ে টানাটানিতে রাইস টিউব বা চ্যানেল খুলে গেলে রক্ত বেরতে পারত, কুণাল ঘোযের অবস্থা আরও গুরুতর হওয়ার সম্ভাবনা ছিল, তা সত্ত্বেও পুলিশ যে নির্মমভাবে কুণাল ঘোষকে মুখ খোলা থেকে বিরত রাখতে ধাক্কাধাক্কা গলাধাক্কা দিল, তাতে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে।

শুধু তাই নয়, কুণালের সঙ্গে যাতে সংবাদমাধ্যম কথা বলতে না পারে তার জন্য লাঠি নিয়ে সাংবাদিকদের পুলিশ আক্রমণ করে বলে অভিযোগ। হাসপাতাল চত্বরের ভিতরেই পুলিশ-সাংবাদিকদের মধ্যে সংঘর্য বেধে যায়। উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরেই।

English summary
West Bengal police not allowing Kunal Ghosh to talk to media, pushed him, attack on media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X