For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মামলার জালে বিজেপি নেতা মুকুল রায়! এবার নাম জড়াল সিপিএম-এর ৩ ভাইয়ের খুনে

ফের মামলার জালে মুকুল রায়! এবার নাম জড়াল ৩ ভাইয়ের খুনে

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

ফের মামলার জালে বিজেপি নেতা মুকুল রায়। এবার তাঁর নাম লাভপুতে তিন ভাই খুনের চার্জশিটে। বোলপুর আদালতে লাভপুরে খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেই চার্জশিটে মুকুল রায় ছাড়াও নাম রয়েছে মূল অভিযুক্ত সেখানকার বিধায়ক মনিরুল ইসলামের। তবে জেলা বিজেপি সভাপতির দাবি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতেই প্রতিহিংসামূল্ক আচরণ করছে সরকার।

 ২০১০-এর ৪ জুন খুন ৩ সিপিএম কর্মী

২০১০-এর ৪ জুন খুন ৩ সিপিএম কর্মী

২০১০-এর ৪ জুন খুন ৩ সিপিএম কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তিন ভাই, তরুক শেখ, ধানু শেখ, কুটুন শেখকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল মনিরুল বাহিনীর বিরুদ্ধে। ২০১৪ সালে সাঁইথিয়ায় এক জনসভায় মনিরুল ইসলাম তিনভাইকে পিষে মারার কথা বলেছিলেন।

খুনের পরেই মনিরুল বহিষ্কার ফরওয়ার্ডব্লক

খুনের পরেই মনিরুল বহিষ্কার ফরওয়ার্ডব্লক

সেই সময় বর্তমান লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম ছিলেন লাভপুরে ফরওয়ার্ড ব্লক নেতা। তিনিই সালিশি সভা ডেকে খুন করেছিলেন বলে অভিযোগ ওঠে। এর পরেই মনিরুল ইসলামকে ফরওয়ার্ড ব্লক থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি তৃণমূলের যোগ দিয়ে, বিধায়ক হন।

 আগেই ৫২ জনের নামে চার্জশিট

আগেই ৫২ জনের নামে চার্জশিট

লাভপুরে সিপিএম কর্মী তিন কর্মী খুনে ২০১৪ সালে ৫২ জনের নামে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। তাতে অবশ্য মনিরুল ইসলামের নাম ছিল না। তিনজনের দাদা প্রথমে এই ঘটনায় মামলা করেওো তুলে নিয়েছিলেন। তখন অভিযোগ ওঠে মনিরুল বাহিনীর চাপেই তিনি মামলা তুলে নিয়েছেন। এরপর মৃতদের মা মামলা করেন। সেই মামলা গড়ায় হাইকোর্টে। তিনমাসের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

সাপ্লিমেন্টারি চার্জশিট জমা বোলপুর আদালতে

সাপ্লিমেন্টারি চার্জশিট জমা বোলপুর আদালতে

৪ ডিসেম্বর বোলপুর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, যে চার্জশিট জমা পড়েছিল তা গৃহীত হয়েছে। কিন্তু চার্জশিটে মুকুল রায়ের নাম কীভাবে এল তা অবশ্য তিনি বলতে চাননি বলেই সূত্রের খবর।

 'তৃণমূলে থাকলেই ভাল, না থাকলেই খারাপ'

'তৃণমূলে থাকলেই ভাল, না থাকলেই খারাপ'

বিজেপি অবশ্য এই সাপ্লিমেন্টারি চার্জশিটকে কটাক্ষ করেছে। তারা বলছে তৃণমূলে থাকার সময় মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনও চার্জশিট জমা দেয়নি তৃণমূল সরকার। এখন তাঁর নাম চার্জশিটে দেওয়া হয়েছে। অন্যদিকে মুকুল রায়ের বিরুদ্ধে তৃণমূল সরকার একাধিক মামলা করেছে। এবার যুক্ত হল লাভপুরের নাম। মুকুল রায়কে কোণঠাসা করেও লাভ হবেনা, মন্তব্য বিজেপি নেতৃত্বের।

English summary
West Bengal Police files supplimentary charge sheet on Labhpur Murder case which includes Mukul Roy. Main accused Manirul Islam's name is also there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X