For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচনের ফল ২০১৮: জেলা পরিষদে ৯৪ শতাংশ আসনেই জয় তৃণমূলের

জেলা পরিষদের যে ফল বেরিয়েছে তাতে ৫৮৯টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। ২৩টি আসনে জয় পেয়েছে বিজেপি। ৬টি আসনে কংগ্রেস, ২টি আসনে নির্দল এবং ১টি আসন বামেদের দখলে গিয়েছে।

Google Oneindia Bengali News

জেলা পরিষদের যে ফল বেরিয়েছে তাতে ৫৮৯টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। ২৩টি আসনে জয় পেয়েছে বিজেপি। ৬টি আসনে কংগ্রেস, ২টি আসনে নির্দল এবং ১টি আসন বামেদের দখলে গিয়েছে। ১৪ মে পঞ্চায়েত নির্বাচনে যতগুলি জেলা পরিষদ আসনে ভোটগ্রহণ হয় তারমধ্যে ৯৪ শতাংশ আসনেই জয় পয়েছে তৃণমূল।

বঙ্গ এখন সবুজের গ্রাসে, যার ফলে মমতা পেলেন নিরঙ্কুশ আধিপত্য

জেলাওয়াড়ি ফলটা এবার দেখে নেওয়া যাক-

  • আলিপুরদুয়ারে মোট ১৮টি আসন। এরমধ্যে তৃণমূল একাই পেয়েছে ১৭টি আসন। বাকি ১টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস ও বামেদের কপালেও একটি আসনও জোটেনি।
  • কোচবিহারের ৩২টি জেলা পরিষদ আসনের মধ্যে ৩১টি-তে জয়ী তৃণমূল কংগ্রেস। ১টি আসন গিয়েছে নির্দলদের দখলে। কংগ্রেস, বিজেপি ও বামেদের আসন সংখ্যা শূন্য।
  • জলপাইগুড়ির ১৯টি আসনের মধ্যে ১৯টি-তেই জয়ী তৃণমূল কংগ্রেস। বাকিদের ঝুলিতে গিয়েছে শূন্য আসন।
  • উত্তর দিনাজপুর যা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত সেখানে এবার হাত চিহ্নে একটি জেলা পরিষদ আসনও আসেনি। এখানে মোট ২৩টি আসনের মধ্যে ২১টি গিয়েছে তৃণমূলের দখলে। ১টি করে আসনে জয় পেয়েছে বিজেপি ও বামফ্রন্ট।
  • দক্ষিণ দিনাজপুর যা বামেদের আরও এক শক্ত ঘাঁটি ছিল। সেখানে এবার তৃণমূলের জয় ডঙ্কা। এখানে ১৮টি জেলা পরিষদ আসনের সবকটি-ই গিয়েছে তৃণমূলের ঝুলিতে।
  • কংগ্রেসের আরও এক দূর্গ মালদহে এবার তৃণমূলের থাবা। এখানে ৩৮টি জেলা পরিষদের মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। ৬টি আসন পেয়েছে বিজেপি। ২টি আসন কংগ্রেসের দখলে। বামেরা এখানে কোনও খাতাই খুলতে পারেনি।
  • মুর্শিদাবাদে ২২টি জেলা পরিষদ আসনে ভোট হয়েছে। এখানে ২১টি আসনই গিয়েছে তৃণমূলের দখলে। ১টি আসন পেয়েছে কংগ্রেস।
  • নদিয়ায় ৪৪টি জেলা পরিষদ আসনের মধ্যে ৪২টি-তে জয়ী হয়েছে তৃণমূল। ২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস ও বামেদের কপালে এখানে শূন্য আসন।
  • উত্তর ২৪ পরগনার ৪৮টি জেলা পরিষদ আসনের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। বাম, কংগ্রেস বা বিজেপি ও নির্দল কেউ কোনও দাঁত ফোটাতে পারেনি।
  • দক্ষিণ ২৪ পরগনাতেও নিরঙ্কুশ আধিপত্য রেখেছে শাসক দল। এখানে ৫৩টি জেলা পরিষদ আসনে ভোট হয়েছে। এই সবকটি আসনই গিয়েছে তৃণমূলের দখলে।
  • হাওড়ায় ৪০টি জেলা পরিষদ আসনে ভোট হয়েছে। এর মধ্যে ৩৯টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। ১টি আসনে জয় পেয়েছে নির্দল।
  • হুগলিতে ৩৭ টি জেলা পরিষদের সবকটি-তেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি, কংগ্রেস,সিপিএম বা নির্দল কারোর কপালেই কোনও আসন জোটেনি।
  • পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। এখানে ৫৩টি আসনের সবকটিতেই শাসকদলের জয়। বিজেপি, বাম, কংগ্রেস, নির্দল কোনও আসনি পায়নি এখানে।
  • পশ্চিম মেদিনীপুরের ৫১টি আসনের সবকটি-তেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বাম, বিজেপি, কংগ্রেস কেউ কোনও আসনেই জয়লাভ করেনি।
  • ঝাড়গ্রামে ১৬টি জেলা পরিষদ আসনে ভোট গ্রহণ হয়েছে। এরমধ্যে ১৩টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। ৩টি আসনে জয় পেয়েছে বিজেপি।
  • পুরুলিয়া জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৩৮। এরমধ্যে ২৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ১০টি আসনে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেসের দখলে গিয়েছে ৩টি আসন। বামেদের একসময় এই জেলায় দাপট থাকলেও তাদের কপালে শূন্য আসন এসেছে।
  • বাঁকুড়ায় মোট ১৫টি আসনের সবকটিতেই জয়ী তৃণমূল। বিজেপি, বাম এবং কংগ্রেস এই জেলার জেলা পরিষদে একটিও আসন জয় করতে পারেনি।
  • পূর্ব বর্ধমানের ৪১টি জেলা পরিষদ আসনে ভোটগ্রহণ হয়েছিল। এই সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি, বাম ও কংগ্রেসের ঝুলিতে কোনও আসনই আসেনি।
  • পশ্চিম বর্ধমানে মোট ১৬টি জেলা পরিষদ আসনে ভোট হয়। এর সবকটি আসনেই জয় পেয়েছে রাজ্যের শাসকদল।
  • বীরভূমে ৪২টি জেলা পরিষদ আসনে এবার কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। আপাতত এই আসনগুলির ভাগ্য সুপ্রিম কোর্টের হাতে পড়ে রয়েছে। ৩ জুলাই এই নিয়ে কোনও পরিষ্কার ছবি সামনে আসতে পারে।
English summary
Live updates of West Bengal Panchayat Election Result 2018 on Jela Parishad in Bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X