For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীর 'স্মার্ট সিটি' নয় পশ্চিমবঙ্গে, রাজ্যে তৈরি হবে 'গ্রিন সিটি'

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ অগাস্ট : কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অন্যতম আলোচিত প্রকল্প 'স্মার্ট সিটি'-র অংশ হচ্ছে না পশ্চিমবঙ্গ। বদলে এরাজ্যে তৈরি হবে 'গ্রিন সিটি' প্রকল্প। রাজ্যের এক অন্যতম মন্ত্রীকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। [ঠিকানা বদলাচ্ছে শতাব্দি প্রাচীন আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের!]

জানা গিয়েছে, বিধাননগরকে (সল্টলেক) স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আনতে গেলে আগামী ৩০ অগাস্টের মধ্যে কেন্দ্রের কাছে আবেদন করতে হবে। যা করবে না রাজ্য সরকার। আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়ে লিখিত আকারে কেন্দ্রকে জানিয়ে দেওয়া হবে। [রাজ্য 'SEZ' এর সুবিধা না দিলে কলকাতায় দ্বিতীয় ক্যাম্পাস করবে না উইপ্রো]

'স্মার্ট সিটি' নয় পশ্চিমবঙ্গে তৈরি হবে 'গ্রিন সিটি'

রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ইতিমধ্যেই চিঠির খসড়া তৈরি করে ফেলেছেন। তাতে নাকি রাজ্যের যুক্তি, স্মার্ট সিটি প্রকল্পে ইতিমধ্যে ৫০০ কোটি টাকা রাজ্য বিনিয়োগ করবে বলে স্থির করেছে। তাতে আরও ৫০০ কোটি টাকা দেবে কেন্দ্র সরকার। ফলে যদি এতটা খরচ রাজ্য করতে পারে তাহলে শুধু শুধু কেন্দ্রকে নাম কিনতে দেওয়ার কোনও মানে হয় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সিদ্ধান্ত, গোটা প্রকল্পই রাজ্যের খরচে হবে। [প্রবাসীদের জন্য সবচেয়ে 'সস্তা' শহর কলকাতা]

নাম না করা রাজ্যের ওই মন্ত্রীর বক্তব্য, রাজ্য সরকার আন্তর্জাতিক মানের সঙ্গে সাযুজ্য রেখে উন্নত শহর গড়ে তুলবে। ঠিক যেভাবে নিউ টাউন গড়ে তোলা হয়েছে। ইকো পার্ক সহ অন্য ব্যবস্থা রাজ্য সরকার পরিকল্পনা করে গড়ে তুলেছে। [বুলেট ট্রেনে কলকাতা থেকে দিল্লি পৌঁছনো যাবে ৫ ঘণ্টারও কম সময়ে!]

রাজ্যের বক্তব্য, আমরা শুধু বড় বড় বিল্ডিং তৈরি করেই কাজ সারতে চাইছি না। চাইছি গোটা শহরটিকে সুন্দর করে গড়ে তুলতে যাতে সেখানে বিনিয়োগের পরিবেশ গড়ে ওঠে। এমনকী রাজ্যের সমস্ত পুরসভাকে গ্রিন সিটি প্রকল্পের আওতায় আনারও পরিকল্পনা চলছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের আওতায় প্রথমে সল্টলেক, আসানসোল ও দুর্গাপুরের পরে দ্বিতীয়বারের চেষ্টায় নিউ টাউন জায়গা পায়। তবে সেখান থেকে সরে তা এবার রাজ্যের গ্রিন সিটি প্রকল্পের আওতায় আসতে চলেছে।

English summary
West Bengal : Not part of Smart City, will rather go for green cities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X