বাংলায় চার পুরসভা - আসানসোল, বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ির ফলাফল প্রকাশিত হবে সোমবার ১৪ ফেব্রুয়ারি। তার আগে শনিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে এই চার পুরসভায়। এখন দেখার কোন দল পুরসভার দখলে নিতে পারে। এই সংক্রান্ত সমস্ত আপডেট জানতে নজর রাখুন আমাদের লাইভ আপডেটে।
আসানসোলে ৫০ টি ওয়ার্ডে তৃণমূল, ৪ টি ওয়ার্ডে বিজেপি, ১ টি ওয়ার্ডে বামের এবং একটি ওয়ার্ডে নির্দলপ্রার্থী এগিয়ে রয়েছে
10:22 AM, 14 Feb
চন্দননগরে ১৯ টি ওয়ার্ডে তৃণমূল এবং ১ টি ওয়ার্ডে বামেরা এগিয়ে রয়েছে
10:22 AM, 14 Feb
শিলিগুড়িতে ৩১ টি ওয়ার্ডে তৃণমূল, ২ করে ওয়ার্ডে বিজেপি ও বাম এবং একটি ও.ার্ডে কংগ্রেস জয়ী হয়েছে
10:11 AM, 14 Feb
বিধাননগরের ১৬ নম্বর ওয়ার্ডে ১২৫ ভোটে জয়ী কংগ্রেস
10:10 AM, 14 Feb
আসানসোলের ৫০ নম্বর ওয়ার্ডে ৬৭৮৫ ভোটে জয়ী রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিত ঘটক
10:09 AM, 14 Feb
শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য
READ MORE
4:15 AM, 14 Feb
১০৬ টি আসনের আসানসোল পুরসভায় তৃণমূল ৭৬ টি, সিপিএম ১৪টি, বিজেপি ৮টি, কংগ্রেস তিনটি, ফরওয়ার্ড ব্লক ও নির্দল দুটি এবং সিপিআইয়ের দখলে একটি আসন ছিল।
4:16 AM, 14 Feb
চন্দননগরের ৩৩ টি আসনের মধ্যে তৃণমূল ২১ টি, সিপিএম সাতটি, কংগ্রেস তিনটি, ফরওয়ার্ড ব্লক একটি এবং বিজেপি একটি আসনে জয়লাভ করেছিল।
4:16 AM, 14 Feb
৪৭ আসনের শিলিগুড়ি পুরসভায় ২০১৫ সালের নির্বাচনে বামেরা ২৩টি, তৃণমূল কংগ্রেস ১৭টি, কংগ্রেস ৪টি এবং বিজেপি দুটি আসনে জয়লাভ করেছিল।
4:16 AM, 14 Feb
৪১ আসনের বিধাননগর পুরসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই ২১ টি আসন। এখানে তৃণমূলের ৩৭ টি, বামেদের দুটি এবং কংগ্রেসের দুটি করে আসন ছিল। বিজেপি কোনও ওয়ার্ডে জয়লাভ করতে পারেনি।
4:17 AM, 14 Feb
শিলিগুড়িতে বামেরা নিজেদের অধিকার ধরে রাখতে পারবে কিনা তা সময়ই বলবে। তবে বাকি তিন পুরসভাতেও বামেরা ভোট কতটা টানতে পারে সেদিকে তাকিয়ে সবমহল।
7:04 AM, 14 Feb
৪ পুরসভার ২২৬ টি ওয়ার্ডে ৯৫০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা
7:05 AM, 14 Feb
৪ টি পুরসভা এলাকায় চারটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা
7:10 AM, 14 Feb
চন্দননগরের ৩২ টি ওয়ার্ডে ৬ থেকে ১১ রাউন্ড গণনা
7:14 AM, 14 Feb
শিলিগুড়িতে ৬ থেকে ৭ রাউন্ড গণনা
7:14 AM, 14 Feb
ভোটগণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি
7:27 AM, 14 Feb
আসানসোলে ৭ টি ঘরে ৫৩ টি টেবিলে ২ টি ধাপে ২২ রাউন্জ গণনা
7:29 AM, 14 Feb
সব গণনা কেন্দ্রেই সিসি ক্যামেরায় নজরদারি
7:31 AM, 14 Feb
চন্দননগরের কানাইলাল বিদ্যাপীঠে ১-২০ নম্বর ওয়ার্ডে প্রথম গণনা, এরপর গণনা ২১-৩২ ওয়ার্ডের গণনা, একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে
7:32 AM, 14 Feb
চন্দননগরের ফল বিরোধী শূন্য হবে, দাবি তৃণমূল নেতৃত্বের
7:55 AM, 14 Feb
চন্দননগরে ১৭৩ টি কেন্দ্রে প্রার্থী ১২১ জন
7:56 AM, 14 Feb
সবকটি গণনা কেন্দ্রের বাইরে লম্বা লাইন
8:13 AM, 14 Feb
চার পুরসভার ভোটগণনা শুরু
8:33 AM, 14 Feb
গৌতম দেব জানিয়েছেন, শিলিগুড়িকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে আশাবাদী