For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে ফের লম্বা লকডাউন ঘিরে জল্পনা! মমতা আজ হাইভোল্টেজ বৈঠকে

পশ্চিমবঙ্গে ফের লম্বা লকডাউন আসন্ন! মমতা আজ হাইভোল্টেজ বৈঠকে

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে সপ্তাহে ২ দিন করে লকডাউন আগেই ঘোষিত হয়েছে। সপ্তাহে দিনের বিচারে কিছু হেরফের করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এখানেই শেষ নয়। বাংলায় করোনা পরিস্থিতিক্রমেই হাতের বাইরে চলে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা রীতিমতো ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে আজ হাইভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

 লম্বা লকডাউন রাজ্যে আসন্ন!

লম্বা লকডাউন রাজ্যে আসন্ন!

এবার সম্ভবত রাজ্যবাসী লম্বা লকডাউন দেখতে চলেছেন। সেই দিকেই নবান্না সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের দাবি। যদিও রাজ্যসরকার বিষয়টি নিয়ে কিথু জানায়নি এখনও। এদিন বিকেলেই গোটা পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

 মুখ্যমন্ত্রীর বৈঠক

মুখ্যমন্ত্রীর বৈঠক

এদিন বিকেল ৪ টে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে খবর। সেখানে লকডাউনের কড়াকড়ি নিয়ে বেশ কিছু নিয়ম আসতে পারে বলে জল্পনা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রীই জানিয়ে দেবেন, আগামী দিনে রাজ্যের করোনা লকডাউনের রূপরেখা।

জল্পনা তুঙ্গে

জল্পনা তুঙ্গে

মনে করা হচ্ছে, আগামী ২ রা অগাস্ট থেকে রাজ্য়ে ২ সপ্তাহব্যাপী টানা লকডাউনের পথে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিষয়টি নিয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত মমতা নেবেন বলে জানা যাচ্ছে।

 দেশের লকডাউন কোন পথে?

দেশের লকডাউন কোন পথে?

এক সর্বভারতীয় চ্যানেল সূত্রের খবর অগাস্ট মাসের প্রথম থেকে সিনেমা হলগুলি খুলতে পারে। তবে, সিনেমা হল খুললেও, সেখানে কীভাবে সিনেমা দেখতে পারে দর্শক , বা কোন সোশ্যাল ডিসটেন্সিং পন্থা মানা হবে, তা নিয়ে রয়েছে জল্পনা। মনে করা হচ্ছে ৫০ শতাংশ দর্শককে সঙ্গে নিয়ে সিনেমা হল খোলার পথে এগোতে পারে কেন্দ্র।

 স্কুল নিয়ে কী সিদ্ধান্ত আসতে পারে?

স্কুল নিয়ে কী সিদ্ধান্ত আসতে পারে?

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের ও অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হচ্ছে রাজ্যে। জল্পনা চলছে আগামী মাসেই স্কুল খুলবে কী না। তবে সূত্রের দাবি, অগাস্টে স্কুল , কলেজ খুলতে রাজি নয় কেন্দ্র।

বিদ্রোহের কফিনে পেরেক পোঁতার প্রস্তুতি কংগ্রেসের! পাইলটকে ভূপতিত করতে মরিয়া গেহলটবিদ্রোহের কফিনে পেরেক পোঁতার প্রস্তুতি কংগ্রেসের! পাইলটকে ভূপতিত করতে মরিয়া গেহলট

English summary
West Bengal might go with strict continuous Lockdown , Mamata to take decision
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X