For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: ভোট পরবর্তী হিংসাতে যুক্ত হল একাধিক খুনের মামলা, অ্যাপ ক্যাবে ফের ধর্ষণের অভিযোগ

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

আমেরিকা সফরে মোদী

আমেরিকা সফরে মোদী

করোনা কালে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের আমেরিকা সফরে যাচ্ছেন তিনি। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম আমেরিকা সফর। তিনদিনের সফরে তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। শুক্রবার বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানের পাশাপাশি মোদি-বাইডেন দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্ব পেতে চলেছে সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত সন্ত্রাস, নিরাপত্তা, বাণিজ্য-সহ বিভিন্ন বিষয়। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও দেখা করবেন মোদী। এরপর হোয়াইট হাউসে কোয়াডের চর্তুদেশীয় বৈঠকে যোগ দেবেন তিনি। শনিবার রাষ্ট্রপুঞ্জের বৈঠকে বক্তৃতা করে দেশে ফিরবেন তিনি।

 পাথর প্রতিমায় কুমির হানা

পাথর প্রতিমায় কুমির হানা

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার জগদ্দল নদীতে হঠাৎই ভেসে উঠল কুমির। বড়সড় একটি কুমিরকে নদীর জলে দেখা যায়। পূর্ণবয়স্ক কুমিরটিকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন নদীর পাড়ে। রাখালপুর আড্ডির বাজারের কাছে হঠাৎই নদীতে ভেসে ওঠে ওই কুমিরটি। দীর্ঘক্ষন নদীতে ভাসতে দেখা যায় কুমিরটিকে।

 ভবানীপুরে প্রচারে সুকান্ত

ভবানীপুরে প্রচারে সুকান্ত

বিেজপির রাজ্য সভাপতি পদের দায়িত্ব নেওয়ার পর বুধবার ভবানীপুরে প্রচার নামছেন সুকান্ত মজুমদার। মিত্র ইনস্টিটিউশনে প্রচার সভা করবেন তিনি। এর আগে সেখানে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। সেকারণে প্রিয়াঙ্কা টিবরেওয়াল কোথায় কখন প্রচার করবেন সে তথ্য গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

ঝাড়গ্রামে হড়পা বান

ঝাড়গ্রামে হড়পা বান

ঝাড়গ্রামের নয়াগ্রাম, গোপীবল্লভপুরে আচমকা হড়পা বান। ভেঙে পড়ল বাড়ি, ভাঙল রাস্তা। প্রবল বৃষ্টির মধ্যেই হঠাৎ হড়পা বানে বিপর্যস্ত এলাকা। প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। বর্ধমানে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে শতাব্দীপ্রাচীন বাড়ি। যদিও হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি

উবরের মধ্যে ধর্ষণের অভিযোগ

উবরের মধ্যে ধর্ষণের অভিযোগ

ফের সংবাদ শিরোনামে উবর। অ্যাপ ক্যাবে ফের একবার ধর্ষণের অভিযোগ। আর সেই অভিযোগে উবর চালককে গ্রেফতার করল ব্যাঙ্গালুরু পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরো দুটি এফআইআর রুজু করল সিবিআই।

আরো দুটি এফআইআর রুজু করল সিবিআই।

ভোট পরবর্তী হিংসার তদন্তে আরো দুটি এফআইআর রুজু করল সিবিআই। এর মধ্যে একটি ঝাড়গ্রাম ও অন্যটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের খুনের ঘটনা। ফলে এখনও পর্যন্ত সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসায় এফআইআর-এর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০টি। যার মধ্যে যুক্ত হল নতুন ২টি খুনের মামলাও।

নন্দীগ্রামে হারানো হয়েছে

নন্দীগ্রামে হারানো হয়েছে

এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁকে নন্দীগ্রামে জোর করে হারানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে বলেও জানিয়েছেন তিনি। সঙ্গে সমবেত জনগণের উদ্দেশে বলেছএন, কীভাবে তাঁকে হারানো হয়েছে, তা জানলে সবাই ভয় পেতে যাবেন।

English summary
Daily News Update in Bengali: Kolkata, West Bengal, India and World News in brief for 22 September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X