For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: মোদীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের, তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন অর্পিতা ঘোষ

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

প্রধানমন্ত্রীর জন্মদিন

প্রধানমন্ত্রীর জন্মদিন

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ১৯৫০ সালে জন্ম তাঁর। আজ ৭১ পূর্ণ করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। তাঁর শুভ জন্মদিন ও সাংবিধানিক পদে নীরবিচ্ছিন্ন ২০ বছর সম্পূর্ণ উপলক্ষে আজ থেকে আগামী ২০ দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। আজ থেকে শুরু হচ্ছে বিজেপির "সেবা ও সমর্পণ অভিযান"।

 আজ বিশ্বকর্মা পুজো

আজ বিশ্বকর্মা পুজো

পুজোর ঢাকে কাঠি প্রায় পড়ে গেল। আজ বিশ্বকর্মা পুজোর উৎসবে মেতেছে গোটা রাজ্য। বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে পাড়ায় পাড়য় উৎসবের আমেজ। অনেকেই বেরিয়ে পড়েছেন পুজোর বাজার করতে। রাজ্যে স্কুল কলেজ আজ ছুটি। বিশ্বকর্মা পুজোর সাতদিন পরেই মহালয়া। তারপরেই পুজো শুরু হয়ে যাবে গোটা রাজ্যে।

 ফ্লাইওভার ভেঙে বিপত্তি মুম্বইয়ে

ফ্লাইওভার ভেঙে বিপত্তি মুম্বইয়ে

ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভারের একাংশ। আজ, শুক্রবার ভোরে মুম্বইয়ে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে জখম হয়েছেন ১৩ জন। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ জানিয়েছেন এই ফ্লাওভারটি বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স মেন রোড ও সান্তা ক্রুজ-চেম্বুর লিঙ্ক রোডকে যুক্ত করেছে। ভোর সাড়ে চারটে নাগার ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ে । ভোর নাগাদ দুর্ঘটনাটি ঘটায় বড়সড় ক্ষতি এড়ানো গেছে।

ফের বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকর্মা পুজোর দিনেও দিনভর বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। একটি নিম্নচাপের জের শেষ হতে না হতেই ফের নতুন করে ঘনীভূত আরও একটি নিম্নচাপ। বঙ্গোপসাগরের উত্তরদিকে তৈরি হওয়া এই নিম্নচাপ ক্রমশই স্থলভাগের দিকে এগোচ্ছে। শুক্রবার গোটা দিন এর জেরে বৃষ্টিপাত হবে রাজ্যের একাধিক জেলায়। শনি ও রবিবার বৃষ্টি বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

মালদহে আরও ৩ শিশুর মৃত্যু

মালদহে আরও ৩ শিশুর মৃত্যু

মালদা মেডিক্যাল কলেজে আরও দুই শিশুর মৃত্যু। এই নিয়ে তিন দিনে পাঁচ শিশুর মৃত্যু। গতকাল জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল। মৃত এক শিশুর বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। 'আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ায় মেলেনি চিকিৎসার সুযোগ,' দাবি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। জ্বরেই মৃত্যু হয়েছে দুই শিশুর, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চড়ল শেয়ার বাজার

চড়ল শেয়ার বাজার

বাজার খুলতেই চাঙ্গা শেয়ারবাজার। ৪০০ পয়েন্টের বেশি চড়েছে শেয়ার বাজার। সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাজাজ ফিনান্স, এইচডিএফসি। চড়েছে নিফটিও। নিফটিও বাজার খুলতে চাঙ্গা হয়ে উঠেছে। শেয়ার বাজারের ৩০টি শেয়ারের দাম বেড়েছে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নির্দেশিকা

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নির্দেশিকা

রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ না দিলে ব্যবস্থা। সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক ঋণ না দিলে ব্যবস্থা নেবে সরকার। মুখ্যসচিব ইতিমধ্যেই সব জেলাশাসককে এই মর্মে নোটিস পাঠিয়েছেন। ঋণ নিতে গিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ এসেছে, খবর নবান্ন সূত্রে।

প্লাবিত পটাশপুর

প্লাবিত পটাশপুর

ছরের অন্যান্য সময় যে নদীগুলি এক্কেবারে তিরতিরে, বর্ষায় সেগুলিই ভয়াল রূপ নেয়। যেমন শিলাবতী, কেলেঘাই। ফুলেফেঁপে উঠে চালায় ধ্বংসলীলা। পটাশপুর ১ নম্বর ব্লকের কাছে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি ঘটাল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দেড়টা নাগাদ বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে। এর জেরে পটাশপুর ১ ও ২ নম্বর ব্লকের বহু জায়গা প্লাবিত হয়েছে।

শিশু চিকিৎসার পরিকাঠামো উন্নয়নের নির্দেশ

শিশু চিকিৎসার পরিকাঠামো উন্নয়নের নির্দেশ

রাজ্যজুড়ে শিশু চিকিৎসার পরিকাঠামো বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য দফতরের। রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে আরও ৮৩৫টি শিশুদের আইসিইউ। তৈরি করা হবে আরও ৯০টি সদ্যোজাতদের আইসিইউ-ও। রাজ্যে শিশুদের কোভিড চিকিৎসায় আরও দু'টি হাসপাতালকে নির্দিষ্ট করা হল। বাঁকুড়া মেডিক্যাল কলেজে হবে শিশুদের কোভিড-চিকিৎসা। চিকিৎসা হবে মালদা মেডিক্যাল কলেজেও। আগে রাজ্যের মাত্র তিনটি হাসপাতালেই হত শিশুদের কোভিড চিকিৎসা।

English summary
Daily News Update in Bengali: Kolkata, West Bengal, India and World News in brief for 17 September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X